মুভি রিভিউ by Filmyzilia
একের পর এক মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে ভার্সিটি থেকে! কোন রহস্য লুকিয়ে আছে এর পেছনে?
শুক্লপক্ষ (২০২২)
আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিতে সাইকোলজিক্যাল থ্রিলারের কথা আসলে ভিকি জাহেদ স্যারকেই আগে ভাবতে হবে। ধীরে ধীরে খুব বড়সড় পরিবর্তন দেখাচ্ছেন তিনি। আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি যেখানে থ্রিলার মিস্ট্রি ঘরানায় এখনও তেমন পাকাপোক্ত হতে পারেনি! সেখানে সাইকোলজিক্যাল থ্রিলার কতটুকু সফল হতে পারে? এমন ঘরানায় বাইরের ইন্ডাস্ট্রিগুলোর মুভি সিরিজ দেখতে দেখতে হয়তো আমাদের এক্সপেকটেশন একটু বেশিই থাকে। ধামাকদার কিছু চাই, অডিয়েন্স শুধু থ হয়ে দেখতে থাকবে এমনটাই আশা থাকে আমাদের।
হাল্কা স্পয়লার (পড়তে পারেন)
- ৩ মাসে একই ভার্সিটি থেকে ৩ জন মেয়ে নিখোঁজ হয়ে যান। যার কারনে ভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে এক আতংকের সৃষ্টি হয়। তবে এর পেছনে মূল রহস্যটা কি তা সবারই ধরাছোঁয়ার বাইরে। এমনকি পুলিশও এই মামলায় বিন্দুমাত্র কোন ক্লু পাচ্ছেনা যেখান থেকে মামলাটি এগিয়ে নেওয়া যায়।
- নেগেটিভ দিক নিয়ে বলতে গেলে প্রথমত ড্রামাটিক কম্বিনেশনে আরেকটু নজর দেওয়া উচিত ছিলো। দ্বিতীয়ত রানটাইম আরেকটু বাড়িয়ে হলেও পুলিশের চরিত্রগুলোর স্ট্রং এবিলিটি তৈরি করা দরকার ছিলো। তৃতীয়ত হচ্ছে এই মুভিতে কারও অভিনয়ই প্রাণবন্ত হয়নি।
আর শেষের ক্লাইম্যাক্স?
শেষের ক্লাইম্যাক্সটাই অডিয়েন্সদের জন্যে ভালো মানের এক উপহার। অডিয়েন্স এর ধৈর্য ধরে মুভি দেখার সময়টাকে স্বার্থক করে দিয়েছেন ভিকি জাহেদ! এমনকি সবশেষে একজন বাবুর্চির দ্বারা খুব বড়সড় একটা সারপ্রাইজ রেখেছেন তিনি। মুভি যেমনই হোক, শেষের দিকে মনে হয়েছিলো অন্যান্য ভালো ইন্ডাস্ট্রির কোন থ্রিলার মুভি দেখছি। যার কারনে পার্সোনাল রেটিং একটু বাড়িয়েই দিলাম। কিছু দিকে একটু নজর দিলে সিরিয়াল কিলিং বা সাইকোলজিক্যাল থ্রিলারে কমপ্লিট একটি প্যাকেজ হতে পারতো এই মুভিটি। অন্তত শেষের ক্লাইম্যাক্স ও সারপ্রাইজ এর জন্যে হলেও আপনার এই মুভিটি অবশ্যই দেখা উচিত
জনরা :- ক্রাইম/ সাইকোলজিক্যাল থ্রিলার
রানটাইম :- ১ ঘন্টা ৩৯ মিনিট।
প্ল্যাটফর্ম : চরকি
%20%E0%A6%AE%E0%A7%81%E0%A6%AD%E0%A6%BF%20%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%89.png)
0 Comments