হাউজ অব দ্যা ড্রাগন দ্বিতীয় এপিসোড
দ্বিতীয় এপিসোডেই এত গুলো ঝটকা পাবো ভাবতে পারিনি! সারপ্রাইজড! ডাবল সারপ্রাইজড!
(স্পয়লার নেই)
'হাউজ অব দ্যা ড্রাগন'
'দ্বিতীয় এপিসোড'
প্রথম এপিসোড দেখে যা ভেবেছিলাম এই সিরিজ তার থেকেও মারাত্মক লেভেলের কিছু হতে যাচ্ছে!
দ্বিতীয় এপিসোড গেম অব থ্রোনস এর সেই নস্টালজিক থিম মিউজিক দিয়ে শুরু হয়, অসাধারণ ফিলিংস। নতুন মোড়কে সেই পুরোনো থিম
প্রথম এপিসোডে কাহিনী যেভাবে শুরু হয়েছিলো, দ্বিতীয় এপিসোডে তা অনেক গুলো মোড় নিয়েছে। যুক্ত হয়েছে নতুন কিছু। মুলত আসল খেলা কেবল শুরু এই এপিসোড থেকে।
প্রথম এপিসোড দেখেই বুঝেছিলাম এই সিরিজের স্টোরি টেলিং অনেক ফাস্ট হবে । কিন্তু দ্বিতীয় এপিসোড যেন একটু বেশিই ফাস্ট! এত ঝটকা একসাথে মনে হয় একটু বেশিই হয়ে গেছে!! তবে নতুন মোড়কে সেই পুরনো থিম মিউজিকটা জাস্ট পরান জুরানো ছিলো
পার্সোনাল রেটিং : ৮/১০
Something is coming....

0 Comments