Darlings 2022 Movie Review in Bengali Language

Darlings Movie Reviews cast budget in Bengali

Darlings 2022 Movie Review  - 1

রিভিউ লিখেছেন- MD Sayem Khan

𝗗𝗮𝗿𝗹𝗶𝗻𝗴𝘀 (2022)
[ No Spoiler ]
নিজের ক্যারিয়ার এর সেরা সময় পার করতে থাকা আলিয়া ভাট দর্শকদের সামনে আবারও হাজির তবে এবার শুধু অভিনেত্রী হিসেবেই নয়, প্রযোজক হিসেবেও হাতেখড়ি হলো তার।
নিজের প্রযোজনায় প্রথম সিনেমা আর সেই সিনেমা'র টপিক হিসেবে বেছে নিয়েছে এমন একটা টপিক যা নিয়ে হয়তো আলোচনা একটু বেশীই হওয়া উচিত!
ডমেস্টিক ভায়োলেন্স, কথাটা'র সাথে মোটামুটি সবাই প্রায় পরিচিত কিন্তু তারপরও এগুলো স্বাভাবিক ঘটনা,স্বামী স্ত্রী একসাথে থাকলে এরকম হয়েই থাকে এরকম ভাবেই দেখেও না দেখার ভান করা হয়ে থাকে বিষয়টা....
কিন্তু আসলেই কি বিষয়টা গুরুত্ব না দেওয়ার মতো!
#প্লটঃ
ভালোবেসে বিয়ে করে বদরুন্নেছা আর হামজা শেখ।বিয়ের কিছুদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ।হামজা নেশা করে ছোটখাটো বিষয় নিয়ে মারধর করে বদরুন্নেসা কে।বদরুন্নেসা ও সবকিছু একদিন ঠিক হয়ে যাবে ভেবে সবকিছু সহ্য করে নেয়।
কিন্তু আসলেই কি সব ঠিক হয়?
আর যদি ঠিক নাই হয় তাহলে এর প্রতিকার কি?
মানুষের স্বভাব বদলানো কি এতই সহজ!
এই সিনেমার কনসেপ্ট এর পর শক্তিশালী দিক ছিলো এর কাস্টিং।আলিয়া ভাট,বিজয় ভর্মা,শেফালী শাহ, রোশান ম্যাথিউ এর মতো দারুণ চারজন অভিনেতা কে একসাথে দেখা গেছে পর্দায়। 
নিজের প্রযোজিত প্রথম সিনেমাতেই আলিয়া ভাট এমন কাস্টিং নেওয়ার জন্য নিঃসন্দেহে প্রসংশার দাবী রাখে।
আলিয়া ভাট,শেফালী শাহ দুজন পাল্লা দিয়ে অভিনয় করেছে আর সাথে ভিজয় ভর্মা সমান ভাবে তাল মিলিয়ে গেছে সিনেমায়।রোশান ম্যাথিউ এর রোল টাতে খুব বেশী কিছু করার ছিলো না,তবে যতটুকু ছিলো সেটাও বেশ ভালো করেছে ম্যাথিউ।
এছাড়া সিনেমার স্ক্রিনপ্লে, মিউজিক, ডায়লাগ সবকিছুই বেশ ভালো ছিলো।জনরা ব্ল্যাক কমেডি হলেও সিনেমায় কমেডি'র চেয়ে ড্রামা কেই গুরুত্ব দেওয়া হয়েছে বেশী।
দুর্দান্ত প্রথম হাফের পর দ্বিতীয় হাফ কিছুটা এলোমেলো হওয়া সত্বেও সিনেমা'র বাদ বাকি ভালো দিকগুলো সেটা কভার করে নিয়েছে। 
অভিনেত্রী হিসেবে  আলিয়া ভাট যেমন দক্ষ  ঠিক সেরকমই প্রডিউসার হিসেবে ডমেস্টিক ভায়োলেন্স এর মত একটা বিষয় কে শুধু ইমোশনালি প্রেজেন্ট না করে একটু ব্যাতিক্রম ভাবে সেটা দর্শকদের কাছে তুলে ধরে আবারও নিজের দক্ষতার পরিচয় দিয়েছে। 
Darlings হয়তো একদম নতুন বা ভিন্ন কিছু নয়,তবে রিমেক বা বায়োপিক এর ভীড়ে এমন সিনেমা বলিউডের সৌন্দর্য বাড়িয়ে তুলতে সাহায্য করবে নিশ্চয়।

Darlings 2022 Movie Review  - 2

রিভিউ লিখেছেন- Sadia Zannat Sete

Spoiler alert
Film: Darlings
Language: Hindi
Genre: Dark comedy
Imdb: 5.3/10 (What a joke!)
Starring: Alia bhatt, Shefali Shah, Vijay verma, Roshan Mathews and so on. 
হামজা ও বদরুন্নিসা, দুজন ভালোবেসে বিয়ে করে। হামজার রেলওয়েতে চাকরি হবার পর বদরুর মা আর এই সম্পর্কে বিরোধ করেনি। কিন্তু বিয়ের পর বদরুর জীবন যেন কাটায় ভরে যায়। ছোট ছোট কারণে হামজা তার উপর হাত তুলে এবং বদরু শারীরিক নির্যাতনের শিকার হয়। বদরুর মা শামসুন্নিসা পাশের বাসায়ই থাকে৷ তাই নিজ মেয়ের সংসারের এ অবস্থা তার অজানা নয়। হামজাকে ছেড়ে দেবার জন্য বারবার বললেও বদরু তাকে ছাড়তে চায়না। সে ভাবে, সব সংসারেই তো কলহ থাকে। এটাই হয়তো স্বাভাবিক।  কিন্তু এভাবে আর কতোদিন! একসময় না একসময় তো ধৈর্যের বাঁধ ভাঙারই ছিল। একদিন বদরু হামজাকে জানায় যে সে মা হতে চলেছে। এরপর একরাতে আবার হামজা তার গায়ে হাত তুলে, আর এইবার শুধু বদরু নয়,  এর সাথে বলি হয় তার অনাগত সন্তান। আর এখানেই যেন বদরুর পূনরজন্ম হয়। এরপর বদরু কিভাবে হামজা থেকে বদলা নেয়? হামজা ও বদরুর কাহিনী শেষে কোথায় যেয়ে থামে? এসব প্রশ্নের উত্তর রয়েছে পুরো মুভি জুড়ে। 
বলিউড সিনেমায় ডার্ক কমেডি জনরার মুভি আসলে হাতে গোনা কয়েকটা মেনশন করার মতো। বেশির ভাগ ক্ষেত্রে এই জনরার সিনেমার চিত্রনাট্য এ হাবিজাবি লেগে যায়। এদিক থেকে এ মুভিটি আলাদা। শুরু থেকে শেষ অব্দি দর্শক আটকে রাখার মতো সিনেমা এটি। বদরু ও তার মায়ের কথোপকথন গুলো সিনেমার অলংকার ছিল। শেফালি শাহ ও আলিয়া ভাটের রসায়ন এখানে গুরুত্বপূর্ণ ছিল। 
অভিনয়ের কথা বলতে গেলে, সবাই নিজ নিজ জায়গায় পারফেক্ট অভিনয় করেছে। আলিয়া ভাট, শেফালি শাহ ও রোশান ম্যাথিউজ তাদের চরিত্রে অনবদ্য ছিলেন। বিশেষ করে, হাসপাতালের দৃশ্যে আলিয়ার অভিনয় দেখার মতো ছিল। তবে এ সিনেমার মূল স্টার ছিল বিজয় বরমা। স্যাডিস্টিক চরিত্রে তাকে যা মানিয়েছে! হামজা চরিত্রটির প্রতি মন থেকে ঘৃণার সঞ্চার ঘটেছে বলা চলে। 
তবে কিছু কিছু ব্যাপার হাস্যকর ঠেকেছে। হামজাকে যখন বেধে রাখা হয়েছিল, তখন সে চাইলেই চিৎকার করে আশেপাশের মানুষ জড়ো করতে পারতো। কিন্তু এমন কিছুই ঘটেনি। এখানে আসলে ডিটেইলিং এর ঘাটতি ছিল একটু। 
তবে ক্লাইমেক্সটা মনে ধরেছে আমার। একটি লোকগল্প এর সাথে যেভাবে সামঞ্জস্য বানানো হয়েছে তা প্রশংসার দাবিদার। 
সবশেষে বলব, এ মুভির আইএমডিবি এতো কম কেন আসলে আমার বোধগম্য নয়। সব মিলিয়ে বেশ ভালো ডার্ক কমিডিক সিনেমা এটি। অন্তত একবার হলেও সিনেমাটি দেখা উচিত৷ 
Highly recommended 
Personal rating: 8/10


Darlings 2022 Movie Review  - 3

রিভিউ লিখেছেন- Inqiad Azmain

Spoiler Alert 
Review :01
Movie:Darlings 2022
Genre:Black comedy drama 
Personal Ranting: 3/5(Average) 
প্লট খারাপ না। মূলত এটি গার্হস্থ্য সহিংসতা নিয়ে কাজ করে। গল্পটি একজন মাতাল স্বামী হামজা (বিজয় বর্মা) কে ঘিরে আবর্তিত হয় যে প্রায় প্রতি রাতে তার জ্ঞান হারানোর পরে তার স্ত্রীকে মারধর করে। স্ত্রী, বদরু (আলিয়া ভাট) তাদের দাম্পত্য জীবনের 3 বছরেরও বেশি সময় ধরে সবকিছু সহ্য করতে যথেষ্ট নিষ্পাপ। তার ধৈর্যের বার তখনই ওভারলোড হয়ে যায় যখন তার বছরের পর বছর ধরে সন্তান হওয়ার স্বপ্ন মাতালের কারণে ভেঙ্গে যায়। তখনই সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিহিংসা বদরুকে লোকটিকে বেঁধে রাখতে নিয়ে যায় এবং অবশেষে যখন সে তাকে হত্যার পরিবর্তে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সে একটি চলমান ট্রেনে আত্মহত্যা করে।
সামগ্রিকভাবে আলিয়া ভাট এবং শেফালি শাহের দুর্দান্ত অভিনয়ের সাথে গল্পটি ভাল।
লাস্টের ৪০ মিনিটের স্ক্রিনপ্লে সন্তোষজনক ছিলো না। সিনেমার স্টোরি টেলিং এবং ক্লাইমাক্স কিছুটা দুর্বল হওয়ার কারণে এভারেজ লেগেছে।
One time watchable