Dear Comrade 2019 Movie Review in Bengali
Dear Comrade 2019 Movie Review - 1
রিভিউ লিখেছেন- Arafat Rafi
𝘿𝙚𝙖𝙧 𝘾𝙤𝙢𝙧𝙖𝙙𝙚
𝙸𝙼𝙳𝚋:- 7.3/10
স্পয়লার নেই
অন্যান্য সাধারণ ৫/১০ টা রোমান্টিক গল্পের মতোই রয়েছে এই গল্পে রোমান্স,প্রেম,ভালোবাসা,আবেগ,অনুভূতি,দুঃখ,বেদনা, বিচ্ছেদ।
কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই ছবির মেসেজটা।
আসলে কোনো কাজে ভয় থাকলে সেটা আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে মুভিটা দেখলে কিছুটা হলেও বোঝা যায়।
এখানে হয়তো নারীর সেই বাধ্যবোধকতা বা পারিবারিক/সামাজিক যে কিছুটা বাধা সেটা তুলে ধরা হয়েছে। বিষয়টা পুরুষদের ক্ষেত্রেও হতে পারে।তবে বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের হয় যা এখানে দেখানো হয়েছে।
ছবিতে গল্প,অভিনয় ও চিত্রগ্রহণ সুন্দর করেই ফুটিয়ে তোলা হয়েছে।
সাউথ মুভি কম দেখা হয় বিধায়
রাশ্মিকার আমি তেমন মুভি দেখি নি।
Geetah Govindam এর পর আজ Dear Comrade দেখে ভালোই লাগলো।
আর 𝐕𝐢𝐣𝐚𝐲 𝐃𝐞𝐯𝐞𝐫𝐚𝐤𝐨𝐧𝐝𝐚 এর দেখা এটি আমার তৃতীয় মুভি।
Arjun Reddy,Geetah Govindam আর এইটা।
তার Attitude মোটামুটি ভালো লাগে। তবে ব্যাক্তিগত মতামত বলতে গেলে তাকে এমন চরিত্রের বাইরে চ্যালেঞ্জিং কিছু করতে হবে । অর্থাৎ ডিফারেন্ট কিছু।
ছবিটায় সুন্দর রোমান্স দেখতে পারবেন।
গানগুলো শ্রুতিমধুর ছিলো
আমি Telegu Version টা বাংলা সাবটাইটেল দিয়ে দেখেছি।
সাবটাইটেলও বেশ সুন্দর ছিলো,গোছানো ছিলো।অযথা কোনো কথা বা অটো ট্রান্সলেট এর মতো করে কিছুই ফুটিয়ে তোলা হয় নি।
ইউটিউবে এর হিন্দি ডাবড ভার্সনটাও Available.
যাদের Telegu Version টা Subtitle দিয়ে দেখতে অসুবিধা হয় তারা ডাবড টা দেখতে পারেন।
তবে আমার রিকমান্ডেশন রইলো অরিজিনালটার জন্য।
যারা দেখেছেন অবশ্যই জানাবেন মুভিটি সম্পর্কে।
আর লিখায় ভুল ত্রুটি হলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন
ধন্যবাদ
বিক্রান্ত রোনা (Vikrant Rona) মুভি রিভিউ | কিচ্ছা সুদীপ
Dear Comrade 2019 Movie Review - 2
রিভিউ লিখেছেন- Riaz Ahmed
Movie: Dear Comrade
Genres: Romantic, action, drama
Country: India
Language: Telugu
Imdb: 7.3/10
Cast: Vijay Deverakonda, Rashmika Mandanna
Director: Bharath Kamma
No spoiler
Dear Comrade সাউত ইন্ডিয়ার সুন্দর রোমান্টিক মুভিগুলোর মধ্যে একটি। অনেকেরই মুভিটি পছন্দ হয়নি আবার অনেকেরই হয়েছে। সবাইতো আর একরকম না। মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক ও গানগুলো 'আহা'। কাহিনীও খারাপ না, আর ৫-১০ টা সাউত ইন্ডিয়ান মুভির মতোই রোমান্টিক, একশন, কমেডি, স্যাড সিন আছে। মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, গানগুলো ভালো, কাহিনীও ভালো শুধু রাশমিকার ন্যাকামো আর ওভার এক্টিংটা বাদ দিলে মুভিটা পুরো ওয়াও। ভিজয়ের মুভিগুলোর মধ্যে এটা আমার সবথেকে পছন্দের মুভি। মোটামুটি সবাই অনেক ভালো অভিনয় করেছে। ডিয়ার কমরেড মুভিটি দেখার পর থেকে আমি বিজয়ের ছোটখাটো ফ্যান, মানে ভালো লাগে আর কি। মুভিটি দেখার পর রেশ অনেকদিন ছিল। যারা এতদিন মুভিটি দেখেননি তারা অরিজিনাল - হিন্দি ডাব যেকোনোটি দেখতে পারেন দুটোই ভালো। কিন্তু যেকোনো মুভি সবসময় অরিজিনালটি বাংলা সাবটাইটেল দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে মুভির আসল ফিল পাবেন যেটা ডাবে পাবেননা। আমি প্রথম যেবার দেখেছিলাম ২০২০ সালের জানুয়ারি মাসে তখন হিন্দি ডাব দেখেছিলাম কিন্তু পরে সাবটাইটেল দিয়ে অরিজিনালটি দেখেছিলাম। অবশ্য সেসময় প্রচুর সাউত ইন্ডিয়ান হিন্দি ডাব মুভি দেখতাম। মুভি কোনো সময় ওভার এক্সপেক্ট নিয়ে দেখতে বসবেন না। নাহলে সুন্দর মুভিও খারাপ লাগবে।
মুভিতে পরিচালক আমাদের একটি মেসেজ দিয়েছেন সেটা মুভি দেখলেই বুঝতে পারবেন। যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন।
Dear Comrade 2019 Movie Review - 3
রিভিউ লিখেছেন- Sanzid Arefin Shihab
Dear Comrade,
ফিরিয়ে দাও আমার ৩ ঘণ্টা!!!
গত বছর থেকেই এই মুভি নিয়ে প্রচুর হাইপ দেখেছিলাম। দেখব দেখব বলেও দেখা হচ্ছিলো না। তাই আজ একটু পিসির স্ক্রিনের সামনে বসে পড়লাম মুভিটি দেখার উদ্দেশ্যে। কিন্তু একি! ফাটা পোস্টার, নিক্লা চুহা। এই মুভিটি নিয়েই এত হাইপ কেন ছিল বুঝলাম না। ভাবলাম এটা নিয়েই বা কি রিভিউ লিখব, তাছাড়া নেগেটিভ রিভিউ লেখতে ইচ্ছে করে না। তবে ৩ ঘন্টার যে বারোটা বাজিয়ে দিল, সেটার জন্য আর না লিখে থাকতে পারলাম না। জানি, একটি গোষ্ঠীর মনে আঘাত হানতে চলেছি। তার জন্য আগে থেকেই দুঃখিত ও ক্ষমা চেয়ে নিচ্ছি।। এবার আসি আসল কথায়...
স্পয়লার ALERT
আর যারা সারকাজম নিতে পারেন না তাদের জন্য এই পোস্ট নয়
৩ ঘণ্টা শেষ হবার পর বুঝতে পারতেছি না মুভিটি আসলে কি দেখানোর চেষ্টা করেছে। উদ্দেশ্য টা কি ভাউ?? কোনো একটা দিক তো ভাল করে দেখাও। এখান থেকে কিছু কাহিনী, ওখান থেকে কিছু। কিছুটা প্রেম আর কিছুটা খেলা (ক্রিকেট)। ছন্নছাড়া কাহিনী।
মুভির কাহিনী যদি আসলে নারী শক্তি নিয়ে হয়, তাহলেও বা ক্যামনে? লাস্ট ২০/২৫ মিনিট ই মনে হয় এটা দেখাইসে। তার জন্য এত বড় মুভির প্রয়োজনীয়তা দেখছি না। এইটাই কি মুভির বেজ? সত্যি বলতে বেজ ও তো দেখছি না।
নায়ক মনে হয় নিজেও জানত না যে তার কি রোল। কখনো ভালো হয় কখনো খারাপ। কখনো মন খারাপ করে এখানে সেখানে যেয়ে ৩ বছর কাটিয়ে এসে আবার যা তাই হয়ে যায়। মাঝখানে কিছু পানি আর পাখির শব্দ ঢুকায় দিছে যার সাথে আমি পরিস্থিতির মিল খুজে বেড়াচ্ছি। ঐ সিন গুলার মানে কি? মা বাবার সাথে ৩ বছর কন্ট্যাক না করে প্রেমিকার (প্রেমিকা কি না সেটা নিয়েও সন্দিহান) সাথে ২ সপ্তাহ ঘরাঘুরি করে আসছে।
মুভিতে নায়িকাকে এক সময় মানসিক রোগী দেখানো হয়েছে। তবে আমার মতে নায়কটা হল আসল মানসিক রোগী। জানেও না যে সে কি চায়। ওকেই মেন্টাল এসাইলামে রাখার দরকার ছিল।
আর ছাত্র রাজনীতি? অইটাকে লিটারালি গুন্ডামি বলে। একটা লিমিট থাকা দরকার। অবশ্য যদি বলেন, এটা মুভি, সত্য জিনিস না, তাহলে আমি চুপ। সারেন্ডার।
ওরা কখন প্রেমিক প্রেমিকা ছিল, কখন ছিলো না, কে কখন কার প্রেমে পড়েছে, কে কখন কাকে ভুলে গেছে, এইটা তো Inception থেকেও প্যাচ লাগছে। মাথা চুল্কাইতাছি এখনো।
প্রথম প্রপোজালঃ রিজেক্টেড ; কারন ৪/৫ দিনে আর প্রেম হয় নাকি। দ্বিতীয় প্রপোজালঃ এক্সেপ্টেড; কারন নায়ক খালি গায়ে বৃষ্টি তে ভিজে ৩০০ কিলোমিটার স্কুটি চালিয়ে নায়িকার ক্রিকেট খেলা দেখতে গিয়েছিল। তবে মাঝখানে নায়কের একটি সিগারেট খাওয়ার সিন থাকলেও স্কুটি তে তেল ভরার কোন সিন পাইনি। আর স্কুটি টি ব্যাটারি চালিত হলে ৩০০ কিলোমিটার? নো ওয়ে!
শেষের ৩০ মিনিটের জন্য আলাদা রোস্ট। শেষের ৩০ মিনিট তো হুবহু ভারতীয় সিরিয়াল। ঐ সময়টাতে আমি লিটারেলি দাত কামড়াচ্ছিলাম। হাতের কাছে কিছু পাইলে দূরে ছুড়ে মারতে ইচ্ছে করতেছিল। আরে নায়িকা, হ্যা নায়িকা তোমাকেই বলছি। যখন মিডিয়াতে জানাজানি হয়েই গেছে, তোকে কমিটির সামনে হাজির ও করেছে, সত্যি টাই তো বলবি। আল্ট্রা লেভেল এর ন্যাকামি কেন ভাই? কেন? নায়ক এদিকে নায়িকার হয়ে অলরেডি কোর্টের মধ্যে কবির সিং গিরি করতেছে আর তারপরেও নায়িকা বলল, "না! আমাকে হ্যারাস করা হয়নি!" মানে কি? হটস দা পয়েন্ট?? মান সম্মান যদি সত্যি যাওয়ার থাকে সেটা তো অলরেডি চলে গেছে। নতুন করে তো আর মান সম্মান চলে যাচ্ছে না। গাজাখুরি জায়গা একটা। (Inspired from Indian Mega Serial). মানে তুমি আগে একবার কমপ্লেইন করতে পারছ যখন তোমার সাথে কেউ ছিল না; (যদিও কমপ্লেইন টা রুবিনা করেছিল) আর এখন তোমার সাথে অনেকেই আছে আর তুমি নাটক করেই যাচ্ছ, করেই যাচ্ছ। আর একটা বিচারের মধ্যে "ডিয়ার কম্রেড" (নায়ক) গুণ্ডামির আচরণ করতেছে আর সবাই তাকে শান্ত করতেছে। বাহ! চমৎকার। আর এ কেমন বিচারক রে বাবা। পল্টি খোর। একটু আগেই ঐ হ্যারাসার টাকে বলল, "আমরা দুঃখিত আপনার বিরুদ্ধে মিথ্যা আরপের জন্য!" আর নায়িকার জাস্ট একটা বয়ান শুনেই রায় দিয়ে দিল। আর এতক্ষনের তামাশা গুলা সব হেস্ত নেস্ত? বিগত ১০/১৫ মিনিট ধরে নায়ক গুণ্ডামি করতেছে তাতে কিছু হল না তোমার, আর নায়িকার জাস্ট একটা লাইন শুনেই তুমি রায় দিয়ে দিলে? দারুন। মানলাম এটা একটা মুভি। ঠিক আছে। তবে, কুছ তো লেহাজ কারো! কুছ ভি।
মুভির একটা জিনিস ভাল লেগেছে। নায়ক যখন নায়িকাকে বলছে, "তুমি ক্রিকেট খেলবে। ভালবাসার আগে হল তোমার ক্রিকেট।" আর নায়িকা বলছে, "নিজের চরকায় তেল দাও" (কাল্পনিক ডায়ালগ; আমার নিজের বানানো)। আসলেই তো, নায়িকা যখন চাচ্ছেই না ক্রিকেট খেলবে, নিজের মহা পন্ডিতের মত নাক গলানোর কি দরকার।
মুভি শেষে মনে হল, রোমান্টিক মুহূর্ত গুলা নায়কের ন্যাকামি ছাড়া আর কিছুই ছিল না। এমন ও তো না যে নায়ক অনেক চেঞ্জ হয়ে গেছে। যেই লাউ সেই কদুই আছে। তাই পরিশেষে বলতে চাই, "মেরা তিন ঘান্টা বারবাদ" ও হ্যা, আসল কথা! এই কাহিনির জন্য তিন ঘণ্টা (১৭০ মিনিট রানটাইম)? আই মিন, সিরিয়াসলি?? অযথা কাহিনী লম্বা করা হইছে। যার কোন মানে নেই।
মুভি দেখার এক পর্যায়ে আমি ভাবছি মুভিটি মনে হয় শেষের দিকে। তারপর মাউস এ একটু হাত দিলাম আর যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রাসেল ভাই। ওমা? একি? কেবল দেখি অর্ধেক!
এই মুভিটির সাথে যদি আমি Race 3 মুভির তুলনা করি তাইলে......... আচ্ছা সরি। Race 3 তো আবার অন্য জনারের মুভি। ভুতের ছবি। হরর। Race 3 এর সাথে Raaz 3 এর কম্প্যারিজন করবানি অন্য একদিন।
রিভিউটি একটু রম্য করার চেষ্টা করেছি। তাছাড়া একটি মুভির ভালো খারাপ দিক থাকতেই পারে। ডিয়ার কম্রেড এর ফ্যানবেস দের মনে আঘাত দিয়ে ফেললে আমি আন্তরিক ভাবে দুঃখিত। আফটার অল, এটা একটা মুভি ই তো!
Dear Comrade 2019 Movie Review - 4
রিভিউ লিখেছেন-Fariha Azad Bristy
Dear Comrade (2019)
Comrade হলো সেইসব মানুষ যারা নিজেকে নিয়ে কখনোই ভাবে না,যারা সবসময় অন্যের সুবিধা অসুবিধা নিয়ে ভাবে। যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে যায় তাদের পাশে থেকে।
সিনেমায় ববি (নায়ক) তার দাদার দেখানো পথে চলে সবসময় কারণ তার দাদাও ছিল কোন একসময়কার কমরেড! ববি সবসময়ই অপরাধের বিরুদ্ধে কথা বলে, সবার পাশে থাকে। মারামারি, আন্দোলন এইসব কিছুতেই সে সবসময় ঘিরে থাকে।
লিলি (নায়িকা) তাদেরই প্রতিবেশীদের বাসায় আসে এক বিয়েতে। চঞ্চল প্রকৃতির মেয়ে যার ক্রিকেটই যেন প্রান৷ ববির সাথে তার প্রথম দেখা একটা এক্সিডেন্ট বলাই চলে। তারপর আস্তে আস্তে ববির লিলির প্রতি ভালোলাগা কাজ করে আর পরে একটা সময় সে লিলিকে তার মনের কথা বলেও দেয় কিন্তু লিলি মেনে নেয় না কারন তার মারামারি আন্দোলন এইসব লিলির পছন্দ না। একটা সময় পর তাদের প্রেম হয় কিন্তু আবারও বিচ্ছেদ হয়ে যায়।
লিলির জীবনের একটি শখ ছিল সে একজন বড় ক্রিকেটার হবে।কিন্তু সে ক্রিকেট খেলতে গিয়ে বিভিন্ন সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হলে সে এই ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছিল কিন্তু ববি তার জীবনে তিন বছর পর আবারও ফিরে আসে তার Comrade হয়ে।
সিনেমায় অনেক ছোট ছোট সংলাপ ছিল খুবই সুন্দর আর সিনেমাটোগ্রাফিও অসাধারণ। প্রায় আড়াই ঘন্টা কখন শেষ হয়ে যাবে বুঝে উঠা মুশকিল কারন সিনেমার ঘোরে আপনি না চাইতেও এমন ভাবে থাকবেন কখনো হাসবেন আবার কখনো চোখের পানিও পরতে পারে।
কিছু সিনেমার ঘোর কাটতে অনেক সময় লাগে ঠিক এমন একটি সিনেমা Dear Comrade ।
Dear Comrade 2019 Movie Review - 5
রিভিউ লিখেছেন- SaDid Shimul
Movie: Dear Comrade (2019)
Telugu
Genre: Romance, Drama.
Cast: Vijay Deverakonda, Rashmika Mandanna.
Imdb: 7.4 P.R: 8.5
মুভিটি ইতিমধ্যে হয়তো অনেকেই দেখে ফেলেছেন, অনেকের কাছেই ওভাররেটেড আবার অনেকের কাছে অনেক সুন্দর, আসলে যার যেমন ভালো লাগে আর কি, পার্সোনালি আমার কাছেও ভালোই লেগেছে, বিজয় দেবেরাকোন্ডার মোটামুটি সব মুভিই দেখেছি তার মধ্যে আর্জুন রেড্ডি এবং ডিয়ার কমরেড এই দুটি মুভি আমার বেশ ভালোই লেগেছে, একটা সময় ছিলো প্রচুর সাউথ ইন্ডিয়ান মুভি দেখতাম বলতে গেলে অন্য ইন্ডাস্ট্রির মুভি দেখতামই না তেমন, সব কিছু বাদ দিয়ে এই মুভিটি যদি আপনারা উপভোগ করেন তাহলে অবশ্যই ভালো লাগবে, সিনেমাটোগ্রাফি, স্ক্রিনপ্লে এবং ন্যাচারাল দৃশ্যগুলো সত্যিই অসাধারণ।
#হাল্কা_স্পয়লার।
মুভিতে বিজয় একজন কমরেড যে কিনা সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নিঃস্বার্থ ভাবে মানুষের বিপদে পাশে দাঁড়ায়, প্রয়োজনে আন্দোলন ও মারামারি ও করে, আর রাশমিকা তার প্রতিবেশীর আত্মীয় যে কি না এক বিয়েতে আসে, তার ইচ্ছে সে একদিন জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলবে, ক্রিকেট ঘিরেই যেন তার সবকিছু, বিজয় এর সাথে দেখা হয় তার ছোটখাটো অ্যাক্সিডেন্ট এর মাধ্যমে, হঠাৎ বিজয়ের ভালো লেগে যায় রাশমিকা কে এবং বলেও দেয় তার মনের কথা কিন্তু মারামারি আন্দোলন এইসব রাশমিকার পছন্দ না তাই তাকে প্রথমে ইগনোর করে, পরে সে ও একটা সময় রাজি হয়ে যায় এবং কিছু কারণে আবার ব্রেকআপ ও হয়ে যায়, এরপর কি হয় আসলে? বিজয় কিভাবে তার জীবনে আবার আসে এবং কি কি পরিবর্তন হয়, তা অবশ্যই মুভিতে দেখবেন, যাদের রোমান্টিক ড্রামা মুভি পছন্দ তাদের হয়তো ভাল লাগতে পারে।
ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ।
0 Comments