House of the Dragon(TV Series 2022)
Series Name: House Of The Dragon Episode 1 Review
Cast: Milly Alcock, Paddy Considine, Matt Smith, Olivia Cooke, Eve Best, Rhys Ifans & ensemble.
Creator: Ryan Condal, Miguel Sapochnik & George R.R. Martin
Director: Miguel Sapochnik
Streaming On: Disney+ Hotstar (for India).
Language: English (with subtitles).
Runtime: Around 60 Minutes
Release Date: 21 August 2022
House of the Dragon Review - 1
রিভিউ লিখেছেন- সাইফ
House of the Dragon [2022] [ S :01 E :01]
শুরুটা দারুন হয়েছে। রাজনৈতিক মার-প্যাচ শুরু....
এ গল্প আপনাকে 'গট' এর গল্প থেকে ১৭২ বছর পিছনে নিয়ে যাবে। গৌরব অর্জন ও থ্রোন দখলের লড়াইয়ে। প্রথম এপিসোডের ৩০ মিনিট পর বিশেষ এক মহুর্ত পাবেন। The game has Began....
Going to be good Prequel series, indeed.
(স্পয়াল নেই)
আচ্ছা, সাধারণ মানুষ আর টাইগেরিয়ানদের মধ্যে তফাৎ কি...(?) উত্তর এই এপিসোডে পাবেন।
আশা করি,
এই এপিসোড যেভাবে শেষ হয়েছে- বাকি গল্প জমে ক্ষীর হয়ে যাবে একদম।
আমার অবজারভেশন-
◾Story (E: 01) : Good Beginning.
◾Screenplay : Tight & Gripping.
◾CGI & VFX : WOW Level. (Dragons & city)
◾Customs & Set design : Awesome.
◾ Acting : acted with perfection.
◾ Color grading : Tertiary Colors.
◾background Music : Mesmerising.
◾Camera work (Birds eye & Full shots : great)
যেভাবে শেষ হল ; এবারো খেলা জমবে মনে হচ্ছে।
কে হবে আইরন থ্রোনের পরবর্তী উত্তরাধিকারী...?
নাকি দখল করে নিবে অন্য কেউ? উত্তর হয়তো পাবো সিজন শেষে। রক্ত-ক্ষয়ী যুদ্ধের জন্য প্রস্তুতি নিন।
দেখা যাক.... এবার কতটা মন জয় করতে পারে তারা।
-ধন্যবাদ।
~[ সাইফ ]~
IMDB : 10/10 (এই মহুর্তে)
House of the Dragon Review - 2
রিভিউ লিখেছেন- Ahad Islam Rabby
HOUSE OF THE DRAGON গেম অব থ্রোনস এর প্রিকুয়েল।
coming : 2022
No spoiler
আমাদের সবার প্রিয় সিরিজ গেম অব থ্রোনসের প্রিকুয়েল "House of the dragon" অনেক আগেই এর ঘোষণা এসেছিল। দুই একটা পোস্টারও দেখেছি আমরা। কিন্তু যেহেতু মোটামুটি আরও এক বছরের মতো টাইম আছে আসতে তাই খুব একটা এখন আলোচনা হচ্ছেন না। জানি সময় হলে অনেকেই এই ব্যাপারে আলোচনা করবে। গেম অব থ্রোনসের প্রিকুয়েল বলে কথা। এখন এই ব্যাপারেই বিস্তর আলোচনা করতে চাচ্ছি
আমরা জানি, "হাউস অব দ্য ড্রাগন " গেম অব থ্রোনসের ৩০০ বছরের আগের কাহিনি নিয়ে তৈরী হতে যাচ্ছে। র্জজ আর. আর মার্টিনের বই "Fire and blood" এর উপর ভিত্তি করে নিমার্ণ করা হচ্ছে। অভিনয়ে থাকবেন ম্যাট স্মিথ, এমা ডিঅ্যাক্রি, অলিভিয়া কুক আরও অনেকে । মোট তিনটি পোস্টার মুক্তি পেয়েছে সোশালে। যেখানে প্রিন্সেস রেনাইরা টারগারিয়ান-এর চরিত্রে দেখা যাবে এমা ডারসি-কে (Emma D’Arcy)। ম্যাট স্মিথ (Matt Smith) অভিনয় করবেন প্রিন্স ডেমন টারগারিয়ানের চরিত্রে। অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অলিভিয়া কুক (Olivia Cooke)। আপাতত এটুকুই জানি।
এই প্রিকুয়েলে গেম থ্রোনসের ৩০০ বছর আগের কাহিনী নিয়ে তৈরী। মূলত হাউস অব টারগেরিয়ান অর্থাৎ টারগেরিয়ান রাজ পরিবারের গল্প বলা হবে।
এইচ.বিওর (HBO) এর প্রোগ্রাম প্রেসিডেন্ট বলেছিলেন " গেম অব থ্রোনস " নানা শক্তিশালী গল্পে ভরা আমরা হাউস অব টারগেরিয়ানকে সবিস্তরে তুলে ধরার চেষ্টা করছি। এছাড়া ওয়েস্টারসের প্রাথমিক দিনগুলো তুলে ধরা হবে সিরিজে।
প্রিক্যুয়েলে ওয়েস্টেরেস-এর টারগারিয়ানদের মধ্যকার গৃহযুদ্ধের কাহিনি দেখানো হবে। সেভেন কিংডমের অন্তর্ভুক্ত দ্য ডুম অফ ভ্যালেরিয়া থেকে পালিয়ে টারগারিয়ানরা ড্রাগনস্টোনে নিজেদের কাসল তৈরি করেন। প্রায় ৩০০ বছর তাঁরা সে ভাবেই কাটান। পরে এগন টারগারিয়ান এবং তাঁর বোনের নেতৃত্বে এদের বিখ্যাত ড্রাগনের সাহায্যে সেভেন কিংডমকে দখল করে টারগারিয়ানরা।
ফ্যাক্টঃ প্রথমে গেম থ্রোনসের প্রিকুয়েল আসার কথা ছিল " The long night " নামে। যেখানে মূলত white walker দের কাহিনী দেখানো হতো। তাদের শুর কিভাবে হয়, কোথায় থেকে জন্ম এদের ইত্যাদি। পরে ওটা বাতিল করে "Hose of the dragon" তৈরীর সিধান্ত নেয়।
ইংল্যান্ড, স্পেন, পর্তুগালে এর শুটিং হওয়ার কথা।
HBO এর প্রেসিডেন্ট তো বলেইছেন গেম অব থ্রোনস না শক্তিশালী গল্পে ভরা। গেম থ্রোনসের আগে যত কাহিনী আগে ওগুলো দিয়েই বোধহয় আরও দুই, তিনটা সিরিজ বানানো যাবে।
যাইহোক, আমি আর ধৈর্য ধরতে পারছি না। যতই এ সম্পর্কে নিউজ পাচ্ছি আগ্রহ আর বাড়ছে। এখন পযর্ন্ত সবচেয়ে বেশি এটার জন্যই অপেক্ষা করছি। আশা করি গেম অব থ্রোনসের মতো এটাও প্রিয় সিরিজে পরিণত হবে। GOT লাভারদের এর চেয়ে বড় গিফট আর কি হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করি 22 এর বেশি অপেক্ষা করা লাগবে না। আর আপনাদের কাছে একটি প্রশ্ন এই সিরিজে রবার্ট ব্যারাথিওন এর সিংহাসনে বসা পযর্ন্ত দেখাবে? কি মনে হয়?
House of the Dragon Review - 3
রিভিউ লিখেছেন- Anjuma Tasnim
House of the Dragon ( Game of Thrones prequel )
No spoiler
অনেকের House of the Dragon সিরিজ নিয়ে অনেক ভুল ধারণা আছে আমি চেস্টা করবো কয়েকটা বিষয় ক্লিয়ার করতে। প্রথমত এই সিরিজে এগন দ্য কঙ্কারার ( প্রথম) মানে ওয়েস্টেরসে টারগারিয়ান সাম্রাজ্য স্থাপন করা সেই রাজার কাহিনী থেকে দেখানো হবেনা। তবে তার ড্রাগন Balerion কে দেখানো হতে পারে। House of the Dragon এর কাহিনী জর্জ আর আর মার্টিনের বই Fire & Blood থেকে নেয়া। তবে সিরিজ শুরু হবে "Heirs of the Dragon" চ্যাপ্টার থেকে। কিং জ্যাহেরিস থেকে কিং ভিসেরিসের হাতে ক্ষমতা যাওয়ার মধ্যে কাহিনী গুলা শুরু হয়। এখানে টারগারিয়ান ফ্যামিলি দুই ভাগে ভাগ হয়ে যায় এবং গৃহযুদ্ধ টা শুরু হয় যা Dance of the dragons বলে পরিচিত।
এখানে ম্যাড কিং এর হত্যাকাণ্ড বা রবার্টস রেবেলিয়ন দেখানো হবে না। জন স্নো বা ড্যানেরিস কেও দেখানো হবে না। যারা ভাবছেন ওদেরকে না দেখানোর কারণে সিরিজ ভালো লাগবেনা তারা ভুল ভাবছেন কারণ House of the Dragon এ যাদেরকে দেখানো হবে তারাও যথেষ্ট দুর্ধর্ষ এবং আকর্ষনীয়। উদাহরণ হিসেবে প্রিন্স ডেইমন টারগারিয়ানের ( ম্যাট স্মিথ) কথা ধরা যায় যে সাতরাজ্যে কুখ্যাত ছিল তার অসাধারণ লড়াকু মনোভাব আর নিষ্ঠুরতার জন্য।কুইন সারসির মতো একটা কুইনেরও দেখা পাবেন। এমন আরো অনেক charismatic চরিত্র আছে। কাজেই ভালো না লাগার কোনো কারণ নাই।
যারা ড্রাগন দেখতে পছন্দ করেন তারা খুশি হবেন কারণ এতে প্রচুর ড্রাগন দেখা যাবে।
লোকেশন হিসেবে রেড কিপ, ড্রাগনস্টোন অনেক বেশি দেখা যাবে। স্টর্মসএন্ড ( বারাথিয়নদের কাসেল) আর ঈরী ( অ্যারিনদের কাসেল) কিছু টা দেখা যাবে। সেই সাথে দেখা যাবে হ্যারেনহল।
যেহেতু টারগারিয়ানদের নিয়েই মূল কাহিনী তাই মূখ্য চরিত্র গুলাতে টারগারিয়ান দেরই দেখা যাবে বেশি। এছাড়া হাইটাওয়ার, ভ্যালেরিয়ন, স্টার্ক, বারাথিয়নদের মধ্যেও অল্প কিছু চরিত্র থাকবে।
এন্ডিং নিয়ে যাদের শঙ্কা আছে তারা নিশ্চিন্তে থাকতে পারেন এটার ক্ষেত্রে খারাপ কিছু হবার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ এটার অলরেডি এন্ডিং আছে। আপনি Fire & Blood পড়ে নিলেই যাবতীয় spoiler পেয়ে যাবেন।
Game of thrones এর মতোই এই সিরিজের সবচেয়ে বড় কৌতুহলের বিষয় থাকবে Iron Throne এ কে বসবে।
কাজেই এখন শুধু সিরিজ রিলিজ হওয়ার অপেক্ষা। প্রথম সিজনে দশটা এপিসোড থাকবে বলে ক্লেইম করেছে HBO। 2022 সাল নাগাদ টিভি পর্দায় চলে আসবে বহুল প্রতিক্ষিত House of the Dragon।
House of the Dragon Review - 4
রিভিউ লিখেছেন- Roni Miah
★★★ 𝙉𝙊 𝙎𝙋𝙊𝙄𝙇𝙀𝙍 ★★★
সম্পূর্ন পড়ার চেষ্টা করবেন।আশা করি GOT এর প্রিকুয়েল "House of the Dragon" সম্পর্কে মোটামুটি ধারনা পাবেন...
➡ অনেকেই হয়তো ইতিমধ্যেই জানেন যে Game Of Thrones এর প্রিকুয়েল "House of the Dragon" এর ঘোষনা দেওয়া হয়েছে অনেক দিন আগেই।
অনেকেই দেখি Game Of Thrones দেখার পর বলে যে কয়েকদিন কোন মুভি,সিরিজ দেখতে পারিনাই,কোন কিছুই ভাল লাগেনা,সবসময় শুধু GOT এর কথায় মাথায় ঘুরপাক খায়(আমিও এর ব্যাতিক্রিম নই।আমার মনে হয় শুধুমাত্র তাদের কথা চিন্তা করেই GOT এর প্রিকুয়েল "House of the Dragon" আসতে যাচ্ছে।কারন GOT এর মতন সিরিজ শেষ হয়ে যাবে এটা আসলেই মেনে নেওয়া যায়না!!
প্রথমে GOT এর প্রিকুয়েল "The Long Night" আসার কথা থাকলেও পরবর্তীতে তা বাতিল করা হয়।কারন এখানে White Walker এর উৎপত্তি সংক্রান্ত বিষয়াবলি দেখানো হত।White Walker দের কে এবং কিভাবে তৈরী করেছিল, কি উদ্দেশ্যে তৈরী করেছিল শুধুমাত্র এইসবই দেখানো হতো এই সিরিজে।
এই সিরিজ বাতিল করে "House of the Dragon" এর ঘোষনা দেওয়া হয় যা খুবই ভাল সিদ্ধান্ত ছিল।কারন House of the Dragon এর কাহিনী Game of Thrones এর ৩০০ বছর পূর্বের।সুতরাং এখানে দেখা যাবে টার্গেরিয়ানরা কিভাবে ৩টি ড্রাগন এর সাহায্য নিয়ে পুরো সেভেন কিংডম দখল করেছিল।টার্গেরিয়ান বলতে এখানে এগন টার্গেরিয়ান এবং তার দুই বোনকেই বুঝায়।তারা তিনজনেই সেভেন কিংডম দখল করে।কেও সহজে তাদের মুখোমুখি হতে পারেনি কারন তাদের কাছে ছিল ৩টি ড্রাগন।আর এই সময়ে White Walker ছিলনা।ছিলনা বলতে কেও বিশ্বাস করতো না।সুতরাং House of the Dragon এর পরবর্তী সিজনগুলাতে অবশ্যই White Walker দের ডিটেলস্ও পাওয়া যাবে।
এইজন্যই "The Long Night" এর পরিবর্তে "House Of The Dragon" এর ঘোষনা দেওয়া হয়!
▪House of the Dragon সিরিজের প্রথম সিজন ২০২২ সালে আসবে(সবকিছু ঠিকঠাক থাকলে)।
▪এই সিরিজের প্লট George RR Martin এর বই "Fire and Blood" থেকে নেওয়া হয়েছে।তবে এটি "Fire and Blood" বইয়ের সমস্ত কিছু উদ্ধৃত করবে না যা টার্গেরিয়ান রাজাদের সম্পর্কে আলোচনা করে।
▪আগামী বছরের শুরুতে এই সিরিজ এর চিত্রগ্রহন শুরু হবে(মহামারীর কারনে পরিবর্তন না হলে)।
▪সিরিজের প্রথম সিজনে এপিসোড সংখ্যা হবে ১০টি এবং প্রতি এপিসোড এর জন্য বাজেট হবে প্রায় ১০ মিলিয়ন।
▪পুরো সিরিজে প্রায় ৫-২০ ড্রাগনের উপস্থিত হওয়ার আশা করা হচ্ছে।
▪প্রথম সিজনে সবচেয়ে শক্তিশালী টার্গেরিয়ান ড্রাগন "ব্যালেরিয়ন"(যা তার কালো শিখার জন্য পরিচিত)এর উপস্থিতি দেখা যাবে।
আশা করি উপরের লিখাগুলো পরে GOT এর প্রিকুয়েল সম্পর্কে কিছুটা হলেও ধারনা পেয়েছেন।দেখা যাক GOT এর প্রিকুয়েল "House of the Dragon" ভক্তদের আশা-আকাঙ্ক্ষা কতটা পূরন করতে পারে।এইজন্য অবশ্য ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ।কিন্তু কি আর করার অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই।সো ধৈর্য্য ধরে থাকুন আশা করি ভাল কিছুই অপেক্ষা করছে।
যারা এখনো Game of Thrones দেখেননি তাদেরকে ১০০% সাজেস্ট করব দেখার জন্য।দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন এই সিরিজ নিয়ে কেন এত আলোচনা হয়।আর GOT দেখার পরও যাদের ভাল লাগেনি তাদের জন্য সমবেদনা প্রকাশ করা ছাড়া আমার আর কিছুই করার নেই!!
আমার লিখায় কিছু ভুল থাকতে পারে।যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।আর দয়া করে কেও কোন প্রকারের অযৌক্তিক কমেন্ট করবেন না!
ধন্যবাদ
House of the Dragon Review - 5
রিভিউ লিখেছেন- M R Sowrov
গেম অফ থ্রোনস এর প্রিকুয়েল হাউজ অফ ড্রাগন আসছে ২১ আগস্ট।
কোন সিরিজের জন্য এত অপেক্ষা এর আগে আর কখনো করা হয় নি।
ভাবতে ভালো লাগতেছে আবারো কিংস ল্যান্ডিং,ড্রাগন,টারগেরিয়ান,নর্থ এসব দেখতে পাবো।
আশাবাদী গট এর মতো আরেকটা মাস্টারপিস হবে হাউজ অফ ড্রাগন

0 Comments