লাইগার (Liger) মুভি রিভিউ by Filmyzilia

লাইগার (Liger)  মুভি রিভিউ by Filmyzilia

লাইগার (Liger)  মুভি রিভিউ - 1

রিভিউ লিখেছেন-Md SaiFul Islam

মুভি রিভিউঃ Liger
অভিনয়ঃ বিজয় দেভারকোন্ডা, রোনিত রয়, রামাইয়া কৃষ্ণন, অনন্যা পান্ডে। 
 পুরী জগন্নাথ একসময়ের সাউথের সবচেয়ে বেশি টাকা চার্জ করা ডিরেক্টর। 
যার বানানো ছবি মানেই ছিলো সুপার হিট, ব্লকবাস্টার। 
পুরো ভারতের মধ্যে গ্রে শেডের মুভি বানানোর দিক থেকে যাকে মানা হয়  অন্যতম সেরা। 
pokiri, Businessmen, Temper এর মতো ছবি বানানো পুরী জগন্নাথের প্রতি আশার পারদ অনেক বেশি ছিলো। 
কিন্তু মুভিটা দেখার পর আমার মনে হলো এটা কি দেখলাম!  
গতকাল থেকে নেগেটিভ রিভিউ দেখে খারাপ হবে ভাবছিলাম কিন্তু এতো বেশি খারাপ হবে কল্পনা করি নাই। 
রোনিত রয় ও রামাইয়া কৃষ্ণন এর মতো অভিনয়শিল্পী থাকার পরও মুভিকে  গার্বেজ মনে হলে বুঝে নিতে হবে এটা মুভি না টর্চার। 
অভিনয়ঃ রোনিত রয় বাদে বাকি সবগুলো ফালতু ছিলো। 
নায়ক তোতলানোর জন্য I Love You বলতে পারে না, কিন্তু ক্লাইম্যাক্সে যাই টানা ডায়লগ দিতেছে কেমনে ভাই
বিজিএম মোটামুটি, মুভির গান গুলো ছিলো আরো বেশি টর্চার। স্কিনপ্লে অন্য রকমের ফালতু ছিলো।  
এই মুভি যারা সিনেমা হলে দেখছে, তারা যদি সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে তাহলে তাদের কৃতজ্ঞতা আদায় করা উচিত। 
রেটিংঃ -৫ ( দেখার মতোই না)



লাইগার (Liger)  মুভি রিভিউ - 4

রিভিউ লিখেছেন-A Don

মুভিঃ LIGER
IMBD: NOT INTERESTED
PERSONAL RATING: 000000/10
কিছু বন্ধুর প্যারায় পরে ৫টাকার বউ নামে একটা মুভি দেখছিলাম ২০০৯/১০ সালে। আজকের আগ পর্যন্ত ওইটা ছিলো আমার জীবনে দেখা সব থেকে বাজে মুভি।কিন্তু আজকে সেই বাজে অভিজ্ঞতা কে ছারিয়ে জীবনের সব থেকে ফালতু মুভিটা দেখে ফেললাম।আমাকে যদি আমার দেখা সেরা ১০০ মুভি নির্বাচন করতে বলে আমি পারবো না।কিন্তু সেরা ফালতু মুভি নির্বাচন করতে পারবো।আমি রিভিউ দেই না, বিশেষ করে নেগেটিভ রিভিউ। কারণ সব মুভিতে কিছু না কিছু ভালো দিক থাকে।তাই ভালো না লাগলে ইগ্নোর করে যাই। কিন্তু এইটা কি ছিলো!!?? মানুষ যে পরিমান নেগেটিভ রিভিউ দিচ্ছে এই মুভি তার থেকেও ফালতু। কেউ প্রেমে ছ্যাঁকা খেয়ে থাকলে অপজিট পার্টনারকে এই মুভি দেখাবেন।আপনার পায়ে ধরে মাফ চেয়ে রিলেশন ঠিক করে ফেলবে। শেষ কথা হচ্ছে আমি আবার কবে সুস্থ, জীবনে ফিরতে পারবো এইটা নিয়ে অনেক চিন্তায় আছি।মিনিমাম ৭দিন কোন মুভি দেখতে পারবো না কনফার্ম। মনে ভয় ঢুকে গেছে মুভির প্রতি.



লাইগার (Liger)  মুভি রিভিউ - 3

রিভিউ লিখেছেন-John Smith

তবে কি ড্রামা কুইন অনন্যা পান্ডের কাস্টিং এবং করণ জোহরের প্রোডাকশন তাহলে Liger ফিল্মের এই বেহাল দশার জন্য দায়ী। 
আমার মতামত হলো মোটেও না।
Mass এন্টারটেইনমেন্ট হিসেবে লাইগার তালিকায় শীর্ষে থাকবে একটা ফিল্ম। 
Liger (2022) 
[ No Spoiler ] 
কবির সিং একে তো শাহিদ কাপুর এর ফুল ক্যারিয়ার তুঙ্গে তুলেছে সাথে ভিজয় দেবেরাকোন্ডার ক্যারিয়ার র‍্যান্ডমলি বুস্ট করে দিয়েছে। 
ভিজয় দেবেরাকোন্ডা লাইগার ফিল্মের প্রমোশনে সবগুলা ইন্টারভিউয়ে একটি উল্লেখ্য মতামত প্রকাশ করেছেন-আমি কোন ফিল্ম বাজারে চলবে,অডিয়েন্স পছন্দ করবে সেটা আগে থেকেই অনুমান করে ফেলতে পারি।লাইগার ফিল্ম ব্লকবাস্টার হবে এতে কোন সন্দেহ রাখিনা।তাই অতি দুশ্চিন্তা না করে খুবই ঠান্ডা মেজাজে সবকিছুর অপেক্ষায় আছি। 
হল প্রিন্ট লাইগার দেখার পর লাইগার ফিল্ম একটা মাস এন্টারটেইনমেন্ট হিসেবে পারফেক্ট একটা কম্বিনেশন প্যাকেজ মনে হয়েছে।এটা ছিল অনন্যার সলো রিলিজ যেহেতু সে হিসেবে নিজের সর্বোচ্চটা দিয়ে খুবই ভাল পারফরম্যান্স করেছে অনন্যা। 
ভিজয় দেবেরাকোন্ডার অভিনয় এবং পারফরম্যান্স একদম অন্য লেভেলের ছিল।বডি বিল্ডআপ থেকে শুরু করে প্রতিটা সিনে খুবই কনভিন্সিং ছিল। 
মাইক টাইসন কে প্রথমে ভেবেছিলাম না জানি কি করে বসবে সবাই অনেক মাতামাতি করছিল।লাইগার ফিল্মে জিরো কন্ট্রিবিউট ছিল টাইসনের।অভিনয় থেকে শুরু করে সবকিছুতেই আশাহত না করে ছাড়বেনা। 
আফাত আর কোকা ২.০ ব্যতিক্রমী ধাচের অসাধারণ গান ছিল।এখনও লোপে বাজছে আর শুনছি। 
সবমিলিয়ে সবার জন্য একটা প্যাকেজ-Liger শালা ক্রসব্রিড
Personal Rating: 8.5/10



লাইগার (Liger)  মুভি রিভিউ - 4

রিভিউ লিখেছেন-সাইফ

LIGER - [2022]
 (স্পয়লার ফ্রি)
       "ভয়াবহ এক অভিজ্ঞতার গল্প" 
এই রাস্তা দিয়ে সকালে আমার এক বন্ধু হেটে এসেছে। আমরা ভ্রমন-পিপাসু মানুষ। নতুন রাস্তার সন্ধান পেলেই বের হয়ে পড়ি সেই রাস্তা ধরে নতুনের খোজে। তোহ, তাকে জিজ্ঞেস করলাম- "রাস্তা কেমন?" সে বললো, "গোবর আছে, সাবধানে হাটিস"। আমি রওনা দিলাম। 
হাটতে গিয়ে খেয়াল করি রাস্তার চারিপাশে গোবর। এগুলো পায়ে মাড়িয়েই হাটা ধরলাম সামনে সুগন্ধি ফুলে ঘেরা রাস্তার আশায়। অর্ধেক পথ হেটে যাওয়ার পর দেখি গোবর শেষ হয়না। দূর্গন্ধে নাক চেপে ধরলাম। কিছুক্ষন পর নিঃশ্বাস নেয়ার জন্য একটু নাক চাপা ছাড়লেই আবারো সেই দূর্গন্ধ। মাঝপথে হাল ছেড়ে দেয়া পথিক আমি নই (পথের অভিজ্ঞতাও তো শেয়ার করতে হবে আপনাদের সাথে- তাই সামনে এগুলাম।)
অনেক স্ট্রাগল করে, এনাকোন্ডার তারা খেয়ে- শেষে এক দূর্গন্ধ-পূর্ণ অভিজ্ঞতা নিয়ে ভ্রমন শেষ  করলাম। 
এই হল- [গল্প, সংলাপ, গান আর অভিনয়ের অবস্থা]
বাকি রইলো- প্রোডাকশন আর সিনেমাটোগ্রাফি।

রাজার প্রাসাদে দাওয়াত আপনার। স্বর্ন খচিত থালায় বিশাল এক টেবিলে আপনাকে খেতে দিলো। কিন্তু আপনার খাদ্য হিসেবে দিলো- পান্তা ভাত আর মরিচ। 
খাবেন...? তাহলে LIGER দেখুন।  
বিগ-এরেঞ্জমেন্টে বানানো ফিল্ম। কিন্তু ফিল্মের মূল প্রান শক্তিঃ- ভালো গল্প- অভিনয়- পারফেক্ট সংলাপ কিংবা সুন্দর গান আর মিউজিক ; এ সবই অনুপুস্তিত। 
[NOT RECOMMENDED]- Not Even for fans. 
(বাকিটা আপনার ইচ্ছে। নির্মল বিনোদন চাইলে দেখুন)
সময় দেয়ার জন্য- [ধন্যবাদ]