বিক্রম ভেধা (Vikram Vedha) টিজার রিভিউ
বিক্রম ভেধা (Vikram Vedha) টিজার রিভিউ - 1
রিভিউ লিখেছেন-Jubayer Ahmed
নিঃসন্দেহে Vikram Vedha এর টিজার এই বছর রিলিজ হওয়া হিন্দি মুভিগুলোর টিজারের মধ্যে সেরা। রিমেক করা দোষের কিছু নয়। তবে একের পর এক রিমেক মুভি করতে থাকা এবং বাজে রিমেকের দৃষ্টান্ত হয়ে থাকা নিশ্চয়ই দৃষ্টিকরটু। তবে সেই দিক থেকে Vikram Vedha এর টিজার টি আলাদা। অনেকদিন পর একটা গুজবাম্প দেওয়ার মত হিন্দি টিজার দেখলাম। হৃত্বিক রোশান আর সাইফ আলী খানের পারফরমেন্স, অসাধারণ BGM, সংঘের রাধিকা আপ্তে। পরিচালনা করেছেন অরিজিনাল Vikram Vedha এর পরিচালক গায়ত্রী এবং পুশকার।
এই ধরনের চরিত্রে সবাইকে মানায় না। সেই দিক থেকে হৃত্বিক রোশান আর সাইফ আলী খানের পার্সোনালিটি এই চরিত্রের জন্য পারফেক্ট। Vikram Vedha তে মাধবন আর বিজয় সেতুপাতি পাল্লা দিয়ে ভালো অভিনয় করেছিলেন। টিজার অনেকটা সেরকম লেগছে। এই ধরনের মুভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা বড় ফ্যাক্টর, সেই দিক দিয়েও পিছিয়ে নেই এটি। Vikram এর স্ত্রী হিসেবে কোন গ্লামারাস এক্ট্রেস না নিয়ে রাধিকা আপ্তে কে নেওয়ার সিদ্ধান্ত তুই আমার কাছে ভালো লেগেছে। টিজারে তার মাত্র একটি দৃশ্য ছিল, আমার ধারণা রাধিকা হতাশ করবে না। এই মুভি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে একশন। হৃত্বিক রোশান সাইফ আলী খানের একশন সিকিউরিটি গুলো টপ নচ লেগেছে।
বলিউডের প্রাইম টাইম অথবা কয়েক বছর আগে হলে নিঃসন্দেহে বক্স অফিসে তান্দব ঘটানোর একটা আশা থাকত। কিন্তু বর্তমান বলিউডের যে অবস্থা, এখন আগে থেকেই কোন মুভি নিয়ে শিওর কিছু বলা সম্ভব না। তবে, হৃত্বিক রোশন আর সাইফ আলী খানের Vekram Vedha এর হাত ধরে বলিউড কাম ব্যাক করুক এটাই আশা থাকবে।
Vikram Vedha এর মত মুভির রিমেক হওয়ায়, সবার আকাশচুম্বি আশা থাকবে। সেটা হৃত্বিক রোশান আর সাইফ আলি খান কতটুকু পূরণ করতে পারবে সেটা রিলিজের পরে বুঝা যাবে। তবে Forrest Gump এর মত মুভির রিমেক করে সবাইকে স্যাটিসফাই করতে না পেরে ভারতীয় বক্স অফিসে ফ্লপ তকমা পায় লাল সিং চাড্ডা। সেদিক দিয়ে একটা ভয় থেকে গেলেও ভালো করুক একজন বলিউড প্রেমী হিসেবে এটাই চাইব।vikram vedha hrithik roshan saif ali khan
বিক্রম ভেধা (Vikram Vedha) টিজার রিভিউ - 2
রিভিউ লিখেছেন- Dipto Chandro
অনেক অপেক্ষার পর শেষ পর্যন্ত রিলিজ হল Vikram Vedha এর টীজার। মুভি রিলিজ ৩০ সেপ্টেম্বর, বোঝাই যাইতেসে একদম শেষ মুহূর্তে এসে টীজার রিলিজ দিছে। এত লেটে টীজার দিসে মতলব মুভি রিলিজের আগে আর কোনো ট্রেলার দিবে কিনা তার ও কোনো শিওরিটি নাই।
যাই হোক টীজার রিলিজের পর থেকেই অনেকে অনেকভাবে নিজেদের রিভিউ শেয়ার করতেসেন। আমি সেসব রিভিউ এর উপর বেজ করে কিছু কথা বলবো।
পার্সোনালি আমার কাছে টীজার above average লাগছে। বলিউডের প্রতি এক্সপেক্টেশন কম হওয়ার জন্য হয়ত একটু বেশি ভালো লাগছে। একটার পর একটা রিমেক যেম্নে ফ্লপ খাইতেসে, অই হিসেবে এটা বেশ পটেনশিয়াল মনে হইতেছে।
ম্যাক্সিমাম দর্শকই ভেদার চরিত্র নিয়ে অনেক কথা বলতেছে। অনেকে বলতেসে, সেতুপাথি বেটার ছিল, Hrithik স্ট্যান্ডার্ড রাখতে পারে নাই, Hrithik যত ভালোই করুক সেতুপাথির ধারে কাছেও যাইতে পারবে না ইত্যাদি ইত্যাদি। আর একজন বাংলাদেশি KRK রে দেখলাম বলতেছে, Hrithik সেতুপাথিরে কপি করার চেষ্টা করছে।
আমি বলবো, ভেদা মানেই সেতুপাথি, এটা আগে মাথা থেকে নামান। Cause I can guarantee, সেতুপাথির ভেধা আর Hrithik এর ভেধা এর মদ্ধ্যে হিউজ ডিফারেন্স থাকবে। Hrithik এর ভেদা চরিত্র টাকে ভেদা ভার্সন ২ হিসেবে কন্সিডার করা যেতে পারে। সো বেটার এই ২জনের মদ্ধ্যে কম্পেয়ার না করা। সেতুপাথি তার ভেদা চরিত্রে সেরা ছিল, Hrithik ও এই নতুন ভেদা চরিত্রে ফাটাবে
এখন এটাকে ভার্সন ২ কেনো বলতেসি! যারা আগের টা দেখসেন সবাই টিজার দেখলেই বুঝতে পারবেন ডিফারেন্স টা। সেতুপাথির ভেদা একটু শান্ত শিষ্ট মাইন্ড গেমার ভিলেন হিসেবে ছিলো, আর Hrithik এর ভেদা, more arrogant, aggressive & deadly. আর এই ভেদা টাই Hrithik এর ক্যারেক্টার এর সাথে পারফেক্ট ম্যাচ খাইছে।
So, আমার মতে stop comparing. ২ জনের ভার্সন একটু আলাদা হবে। সেতুপাথি তার সেরাটা দিসে তার চরিত্রে & পার্সোনালি আমার মনে হচ্ছে Hrithik ও ফাটাবে, কজ টীজারে ওর looking + dialogue delivery জোস ছিল। So, Hrithik স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারবে কিনা, thats a baseless topic. Hrithik এর ভেদার স্ট্যান্ডার্ড আলাদা হবে, আর এমনটাও আশা করা যায় না যে তার অভিনয় সেতুপাথির মত হবে। There’s a huge character gap.
আর ভিক্রমের চরিত্রে সাইফ কি করে সেটা দেখার বিষয়। একটু ভোটকা লাগছে অরে, তাছাড়া টীজারে সাইফের কোনো ডায়লগ নাই, সো বুঝি নাই সে কদ্দুর কি করছে। সময় হলেই দেখা যাবে।
আর রিমেক হইলেও অনেকদিন পর একটা ভালো মুভি আসতেছে মনে হচ্ছে, হলে চলবে কিনা বলা যাচ্ছে না, বাট দেখার মত মুভি হবে মনে হচ্ছে। ডিরেক্টর হিসেবে পুস্কার & গায়ত্রির উপর ও একটু ভরসা আছে।
So lets see........
0 Comments