কিছু মুভির রিভিউ যা আপনার অবশ্যই দেখা উচিত
আজকে এমন কিছু মুভির কথা আলোচনা করব যে মুভিগুলো গতানুগতিক চিন্তাধারার বাইরের এবং অবাস্তব মনে হলেও বাস্তবেও যে মুভিতে এরকম কিছু দেখাতে পারে তা আপনাদের ভাবিয়ে তুলবে । আর ভাবতে থাকবেন এ কি মুভি দেখলাম, এরকম মুভিও কি হওয়া সম্ভব, কয়েকদিন এই ঘোরের মধ্যে থাকবেন। এই মুভিগুলোর প্রত্যেকটিতে এমন কিছু টুইস্ট আছে যেগুলো আপনাদের আতঙ্কিত, উওেজিত এবং ঘৃণার উদ্বেগ করবে। অনেকগুলো মুভি আছে এরকম আমি এগুলোর মধ্যে সেরা ৫ টা মুভির কথা বলব।তাহলে দেখে নিন মুভিগুলো, আর যদি আগেই দেখে থাকেন কার কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু!!!!!
মুভি রিভিউ - 1
🎥 Movie : Womb - 2010
🎬 Genre : Sci-fi /Drama
💎 Imdb : 6.3
⌚ Duration : 1 hour 52 min
ছবির প্রথম পযা'য়ে একটি প্রেমের গল্প বলা হয় দুই শিশু, রেবেকা এবং টমির মধ্যে, যারা একে অপরকে চিরন্তন প্রেমের শপথ করে। রেবেকা তার মায়ের সাথে জাপানের উদ্দেশ্যে হঠাৎ চলে গেলে, দুজন আলাদা হয়ে যায়। বারো বছর পর, রেবেকা একজন তরুণী হিসেবে ফিরে এসে দেখেন যে টমি (ম্যাট স্মিথ) শুধু তাকেই মনে রাখে না, কিন্তু এখনও তার জন্য গভীরভাবে যত্নশীল। দুজনের মধ্যে নতুন সম্পর্ক শুরু হয়।
(শেষদিকে মুভির টুইস্ট দেখে আপনারা হতবাক হবেন নিশ্চিত।)
★★স্পয়লার এলার্ট★★
প্রেমিক টমি অকালে রোড এক্সিডেন্ট এ মারা যাওয়ার রেবেকা এবং টমির বাবা-মা শোকে স্তব্ধ হয়ে যায়। প্রেমিকা রেবেকা টমির মৃত্যুশোকে হতাশায় নিমজ্জিত হয়ে তার প্রেমিকের ক্লোনের জন্ম দিয়ে তাকে জীবিত করার বিতর্কিত সিদ্ধান্ত নেয়। রেবেকা টমির ডিএনএ ব্যবহার করে গর্ভধারণ করার প্রস্তাব দেন। যদিও টমির মা আপত্তি করেন, তার বাবা রেবেকা টমির কোষের উপাদান দিতে রাজি হন, কিন্তু তাকে এগিয়ে যাওয়ার আগে তার সিদ্ধান্তটি সাবধানে চিন্তা করার জন্য অনুরোধ করেন। রেবেকা অবশ্য চালিয়ে যায় এবং তার গর্ভে টমির ক্লোন গর্ভধারণ করে।
রেবেকা কি টমাসকে আরও একবার ফিরিয়ে আনতে পারবেন, এবং যদি তিনি তা করেন তবে তিনি কি পরিণতি নিয়ে বাঁচতে পারবেন? রেবেকা তার প্রেমিকের ক্লোনকে জন্ম দিয়ে কি প্রেমিককে ফিরে পাবে? নাকি ক্লোনটি এখন রেবেকার ছেলে হিসেবে বেড়ে উঠবে?
রেবেকা প্রকৃতপক্ষে একজন ভাল মা হতে চায়, কিন্তু সে নিজের সাথে অন্তদ্বন্বের শিকার হয়। অজাচারের সম্ভাবনার সাথে একটি অন্তর্নিহিত পূর্বাভাস রয়েছে। রেবেকা একজন মা হওয়ার জন্য তার অনুভূতি বজায় রাখার জন্য সংগ্রাম করে, কিন্তু অন্য নারীরা যখন টমির ক্লোনের জীবনে আসে তখন স্পষ্টত ঈর্ষান্বিত হয়, এবং এটিই চলচ্চিত্রের প্রধান দ্বন্দ্ব।
এরপর কি হবে দেখতে হলে ছবিটি আপনাদের দেখতে হবে। এটা আন্ডাররেটেড একটা মুভি। অনেক সুন্দর সুন্দরভাবে স্কিন প্লে করা হয়েছে এ মুভিতে । শেষদিকে মুভির টুইস্ট দেখে আপনারা হতবাক হবেন নিশ্চিত।
মুভি রিভিউ - 2
🎥 Old Boy (2003) 🔥
🎬 Genre: Thriller, Mystery
🍁 Country : Korea
💎 IMDB: 8.4
প্রতিশোধের আগুনে পুড়ে মানুষ কতটা নির্মম হয়ে অমানবিক কাজ করতে পারে এই মুভিটি তারই একটি উদাহরণ।
★★স্পয়লার এলার্ট★★
দাই সু নামের এক ব্যক্তিকে তার মেয়ের জন্মদিনের দিন অপহরণ করা হয়।তারপর একটা রুমের ভিতরে তাকে ১৫ বছর কয়েদীর মত আটকে রাখে।দাই সু কিছুতেই বুঝতে পারছিলো না ঠিক কি কারণে তার সাথে এমনটা করা হচ্ছে।সেজন্য সে তার জীবনের সমগ্র কার্যকলাপ একটা ডায়েরীতে নোট করে রাখে।সেখানে সে নিজের তেমন কোন বড় অপরাধ খুঁজে পায়না।১৫ বছর পর মুক্তি পেয়ে দাই সু নামের লোকটি তার অপহরণকারীকে খুঁজতে থাকে।কিন্তু সে নিজেও বুঝতে পারেনি পুরোটাই ছিল একটা ফাঁদ।সবই হিপনোসিজমের খেলা।
একটা ছবি দেখবেন স্বাভাবিক চিন্তা ধারণা নিয়ে দেখতে বসছেন, কিন্তু আপনাকে কয়েক মূহুর্তের জন্য অস্বাভাবিক একটা ধাক্কা দেয়ার জন্য মুভিটা যথেষ্ট। গতানুগতিক চিন্তাধারণার বাহিরের একটা মুভি।আপনার সহ্যধারণ ক্ষমতা একটু বেশি হলেই স্ক্রিণে বইসেন নাইলে অনেক বড় শক খাবেন। কোরিয়ান মুভি ভায়োলেন্স বেশিই থাকবে এটাই স্বাভাবিক।
হয়ত রিভেঞ্জ টা বাজে ভাবে নেওয়া হয়েছে কিন্তু এটা ১০০% মাষ্টারপিস একটি মুভি।এটা একটা ভয়ংকর রিভেঞ্জ মুভি।
মুভি রিভিউ - 3
🎥 Movie:-- Incendies - 2010 ✨
🍁 Country:-- Canada
🎬 Genre:-- War/Drama
💎 IMDB:-- 8.3
আমরা সবাই জানিঃ-- ১+১=২ ✌
কিন্তুু,, ১+১=১ এইটা কি সম্ভব..🤔🤔 জি ভাই,,
এই মুভিটা দেখলেই বুঝতে পারবেন এইটা সম্ভব..!!
মুভিটা দেখার পর মাথা টা শুধু ঘুরাবেই না,, ভাববেন একি দেখলাম এইটা..!! কয়েকদিন এ মুভি নিয়েই ভাববেন অনেকের , হজম করতে কষ্ট হবে।। শেষ পর্যায় সবাই এই মুভি ঠিক ভাবে নিতে পারবে না মুভির টুইস্ট টা মারাত্মক।
কাহিনী ঃ একটা মহিলার জীবন কতটা ভয়াবহ, কতটা নির্মম সত্য বুকে লালন করে পার করতে পারে এ ছবিটি দেখে বুঝবেন।
★★স্পয়লার এলার্ট★★
জেনি এবং সাইমন দুই জমজ ভাই-বোন। তাদের মা নওয়াল মারওয়ান মারা যাওয়ার আগে একটা উইল করে যান। সে উইল থেকে দুই ভাই-বোন জানতে পারে তাদের এক ভাই আছে। এবং তাদের বাবাও জীবিত। এতে আচমকা চমকে উঠে দুজন। তাদের ভাই এবং বাবার জন্য দুটা চিঠিও রেখে গেছে তাদের মা। নওয়াল আর একটা ইচ্ছে পেশ করে যেইটা ছিল তাকে অন্য সবার মতো সমাহিত যেন না করা হয়। দুই ভাই খোঁজতে বের হয় তাদের সন্ধানে। কোথায় খুঁজবে সেইটাও বলে দেয় তাদের মা। তাহলে কি শেষ পর্যন্ত খুঁজে পাবে তাদের? কোন জায়গায় খুঁজতে বলেছে? নরওয়ান কেন চায় অন্য রকম ভাবে সমাহিত? এতো সব প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে শেষে এসে চোখ কপালে উঠবে। মুভির স্ক্রিনপ্লেও খুব সুন্দর। এক সাথে পাস্ট এবং প্রেজেন্ট ডে দেখানো হয়েছে ব্যাপার টা ইন্টারেস্টিং ছিল। আগেই বলে দিচ্ছি সবাই এই মুভি ঠিক মতো নিতে পারবে না।
মুভি রিভিউ - 4
🎥 Movie : The Dreamers (2003)
🎬 Genera: Drama / Romance
💎 Imdb: 7.1
🍁 Country : French / Usa
বার্নান্দ্রো বের্তোলুচ্ছি মুলত একজন ইতালিও পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি THE Dreamers মুভিটির পরিচালক। ইভা গ্রিন'কে বলা হয় বের্তোলুচ্ছির আবিস্কার; 😍। এটা ছিল ইভা গ্রিন অভিনিত প্রথম মুভি এবং প্রথম মুভিতেই অসাধারণ অভিনয় এবং বিতর্কিতও হয়েছেন বটে।
কাহিনী : প্লট ৩ জন তরুনকে নিয়ে। ১৯৬৮ সাল, রাজনৈতিকভাবে অশান্ত প্যারিসে তখন ছাত্র আন্দোলন চলছিলো। বেশিরভাগ ছাত্ররাই এই আন্দোলনে যোগদান করে। সেই সময় আমেরিকান ছাত্র ম্যাথিউ ফরাসি ভাষা অধ্যয়নের জন্য প্যারিসে আসে। তার সাথে তেমন কারও বন্ধুত্ব গড়ে উঠেনি। সে ক্লাসিক সিনেমার খুব ভক্ত। এই সুবাদে নিয়মিত থিয়েটারে যায় ম্যাথিউ। সেখানে তার সাথে পরিচয় হয় একজন ফরাসি লেখকের জমজ ছেলে-মেয়ে থিও ও ইসাবেল এর সাথে। তাদের বন্ধুত্ব খুব দ্রুত গাঢ় হয়ে উঠে।
★★স্পয়লার এলার্ট★★
একসময় সে থিও এবং ইসাবেল এর অতিরিক্ত অন্তরঙ্গ সম্পর্কের বিষয়টি টের পায়। তাদের একসাথে নগ্ন অবস্থায় ঘুমাতে দেখে ম্যাথিউ তাদের সম্পর্কের বিষয়ে সন্দেহজনক হয়ে ওঠে; তিনি শীঘ্রই আবিষ্কার করেন যে তারা নগ্নতা এবং যৌনতাকে উদারভাবে গ্রহণ করে। লেখক দম্পতি কিছুদিনের জন্য বাইরে গেলে তারা তিনজন একসাথে এপার্টমেন্টে থাকা শুরু করে। একসময় ম্যাথিউ ও ইসাবেল এর মধ্যে সম্পর্ক গড়ে উঠে। ধীরে ধীরে ম্যাথিউ একাকিত্বে ভুগতে থাকা ভাই-বোন দুজনেরই প্রেমে পড়ে যায়। তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বাসায় অন্তর্মুখী জীবন যাপন করে এবং চলমান ছাত্র আন্দোলনকে এড়িয়ে চলে। কিন্তু একসময় তারা বাস্তবতার মুখোমুখী হতে বাধ্য হয়। বাইরের বাস্তবতা তাদের অন্তর্মুখী নিবিঢ় ত্রয়ী সম্পর্কের দেয়াল ভেঙে দেয়। তারপর................? কি হবে দেখতে হলে ছবিটি আপনাদের দেখতে হবে।
ছবিটিতে অনেক দৃশ্য ডিস্টাবিং। নিজ দায়িত্বে দেখুন।
মুভি রিভিউ - 5
🎥 Movie : Girl in The Basement (2021)
🎬 Genre : Crime, Thriller
💎 Imdb : 6.3
⏰ Duration : 88 Minutes
এইটি একটি মাষ্ট ওয়াচ মুভি।অনেকেই দেখি পোষ্ট দেয় দূনিয়ায় অনেক খারাপ পুরুষ আছে কিন্তু একটাও খারাপ বাবা নেই,তাদের চোখে আংগুল দিয়ে, এই কথা সম্পূর্ণ ভাবে ভুল প্রমান করার জন্য এই মুভিটাই যথেষ্ট।
★★স্পয়লার এলার্ট★★
🎯 অস্ট্রিয়ার একটা সত্যি ঘটনার উপরে নির্মিত এই মুভিটি! ঠিক এমনই এক ঘটনা ঘটেছিলো অস্ট্রিয়ার এক টিনএজ মেয়ে এলিজাবেথের সাথে। কিন্তু বলতেও খারাপ লাগে এ ফিল্মে দেখানো সবকিছু সত্য ঘঠনা অবলম্বনে তৈরী করা হয়েছে।২০০৮ সালে অস্ট্রিয়ায় এক বিরাট রহস্যের উন্মোচন করা হয়।অর্থাৎ এলিজাবেথ ফ্রিটজেল নামক এক কিশোরীকে ওর বাবা জোসেফ ফ্রিটজেল দীর্ঘ ২৪ বছর তাদের বাড়ির বেজমেন্টে আটকিয়ে রেখেছিল।
১ দিন, ২ দিন! ১ মাস, ২ মাস! ১ বছর, ২ বছর? না, তাও না! কেটে যায় দীর্ঘ ২০ বছর। দীর্ঘ ২০ বছর এই বেজমেন্টের একটা ছোট্ট খুপরিতে আটকে থাকে সারা! তাকে শুধুমাত্র মানসিক শারীরিকই না, সেক্সুয়ালিও এবিউজ করে ডন! আমাদের সত্যিকার সমাজেই যে কত নির্মম এবং নির্দয় কিছু মানুষ বেচে আছে, তার সম্বন্ধে কিঞ্চিত ধারনা পাবেন!
#পরিশেষে একটা জিনিষ প্রথমত লক্ষ্য রাখবেন যেহেতু এটি একটি সত্য ঘঠনা ছিল তাই অনেকে না চাইতেও বিষয়টা উপলব্ধি করতে চায় কিভাবে বাড়ির বেজমেন্টে একজন মানুষ এত বছর থেকে এভাবে বেচে থাকতে পারে।অর্থাৎ নানা কৌতূহলী চিন্তা মাথায় আসে।জেনে অবাক হবেন,সত্য ঘঠনার পরিস্থিতি আরও মারাত্মক ভয়াবহ ছিল।অনেকটা মেন্টাল ডিস্টার্বিং এবং বিশেষ করে বিনোদন খুজতে চাইলে এটা আপনার জন্য নয়।
মুভিটা হরিফায়িং এবং ডিস্টাবিং নিজ ইচ্ছায় দেখবেন।
বিঃদ্রঃ ভুলক্রটি হলে ক্ষমা করে দিয়েন 🙂

0 Comments