রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট(Rocketry: The Nambi Effect) সিনেমার পাবলিক রিভিউ

Rocketry: The Nambi Effect movie review

রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট(Rocketry: The Nambi Effect) সিনেমার পাবলিক রিভিউ  - 1

রিভিউ লিখেছেন- Labib Inkiad

হারিয়ে যাওয়া বলিউড ফিল্মের আসল টেস্ট ফিরে পেতে চান? তবে ❝Rocketry❞ দেখতে বসে যান!!! 
শাহরুখ খানের সর্বশেষ ফিল্ম ছিলো ❝Zero❞, যেটা বক্সঅফিসে ফ্লপ হয়েছিলো। ফ্লপ হলেও ❝Zero❞ ফিল্মের একটা চরিত্রে বেশকিছুক্ষণের জন্য ক্যামিও রোল প্লে করেছিলেন মাধাবন। ঠিক সেসময়ই তাদের মধ্যে এই ❝Rocketry❞ ফিল্ম নিয়ে আলোচনা হয় এবং শাহরুখ মাধাবনকে বলেন তিনিও মাধাবনের ফিল্মে বেশকিছুক্ষণের জন্য ক্যামিও দিবেন! কিং খান তার কথা রেখেছেন! 
এই ফিল্মে শাহরুখ খানের প্রায় ১৪ মিনিটের মতো একটা ক্যামিও রোল আছে যেখানে শাহরুখ বেশ গুরুত্বপূর্ণ একটা চরিত্র প্লে করেছে। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সময়টুকুতে অভিনয়ের জন্য কোনো চার্জ নেননি শাহরুখ! 
প্রায় সাড়ে ৪ বছর পর একটা ফিল্মে অনস্ক্রিনে দেখা গিয়েছে শাহরুখকে। তিনিও সময়টুকু উসুল করে দিয়েছেন ইমোশন দিয়ে। আহ কি চোখ! চোখই যেনো কথা বলে! 
মাধাবনকে নিয়ে আর কি বলবো! এই ফিল্মের প্রাণ তো তিনিই ! 
________Rocketry : The Nambi Effect_______
নো স্পয়লার
ভারতের রকেট সাইন্টিস্ট নাম্বি নারায়ণানের জীবনী নিয়ে নির্মিত ফিল্ম, যেখানে দেখানো হয়েছে একজন মানুষ নিজের ইচ্ছেশক্তিকে কাজে লাগিয়ে কি করে দেখাতে পারে! 
কোনো অপ্রয়োজনীয় দৃশ্য নেই, আইটেম গান, অবান্তর সংলাপ নেই। আর মাধাবনের নিজের পরিচালনায় গোছানো সাবলীল একটা ফিল্ম! 
রকেট সায়েন্স সংবলিত ম্যাথমেটিক্যাল সকল টার্ম খুব সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। মিনিমাম পড়াশোনা জানা পাবলিকরাও যেনো সহজেই এসব ম্যাথস বুঝতে পারে সেভাবেই সংলাপ গোছানো এবং উপস্থাপন করা হয়েছে! 
এই ফিল্মে নিজের অভিনয় এবং পরিচালনা সবকিছু উজাড় করে দিয়েছেন মাধাবান। কতটা ডেডিকেশন ছিলো প্রত্যেকটা সিকুয়েন্সে সেটা চোখমুখই বলে দেয়। 
লাস্ট কবে এরকম বলিউড ফিল্ম দেখেছি মনে নেই আমার। বর্তমান লুতুপুতু প্রেম কাহিনী আর রিমেক কপিউডের মাঝে নিতান্তই একটা ব্লাস্ট এই ফিল্ম! 
__________________________________________
হাতে সময় থাকলে এই ফিল্মটা সবার দেখা উচিৎ! 
হ্যাপি ওয়াচিং! 
রেটিং : ০৯/১০

রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট(Rocketry: The Nambi Effect) সিনেমার পাবলিক রিভিউ  - 2

রিভিউ লিখেছেন- Sorup Saha

একটা গুজব মানুষের জীবনকে তচনচ করে দিতে সক্ষম!
(স্পয়লার নায়!)

      𝙍𝙤𝙘𝙠𝙚𝙩𝙧𝙮: 𝙏𝙝𝙚 𝙉𝙖𝙢𝙗𝙞 𝙀𝙛𝙛𝙚𝙘𝙩 (𝟮𝟬𝟮𝟮)
𝙄𝙈𝘿𝘽 : 9.2
সিনেমাটা আনেকদিন ধরে দেখব ভাবছিলাম,, কিন্তু আনেক কাজের মাঝে দেখতে পায় নি,, আজ অবশেষে দেখলাম। 
আনেক সুন্দর এবং যত্নের সাথে সিনেমাটা নির্মাণ করেছেন আর মাধাবান,, তিনিই আভিনয় করছেন, লিখেছেন, প্রডিউস করছেন,, একজন মনুষ কতটা গুনী হতে পারে!
 অভিনয় সবাই বেশ ভালো করছে,, 
শাহরুখ খানের বেশি বড় রোল ছিল না কিন্তু তার এই ১০ মিনিটের ক্যামিও দেখলেও বুঝা যায়, কোন লেভেলের  অভিনেতা তিনি,,
সিনেমাটোগ্রাফি বেশ সুন্দর, স্টোরি টেলিং  সবচেয়ে ভালো লেগেছে আমার, 
ইমোশনাল সিনগুলা আসলে দেখার মতো না,, আমার   চোখো জল এসেগেছিল,
কারো জীবন  যে এমনও হতে পারে,রকেট্রী না দেখলে বিশ্বাস করতাম না! 
প্রথম দিকে তেমন ব্যাবসা না করলেও,দর্শকপর   ভালো রিভিউ পর হিন্দিতে ভালো করেছে,, এরকম সিনেমা সফলতা কম পায় তখন খারপ লাগে। 
ভালো সিনেমা যাদের দেখর ইচ্ছে আছে,, এটা দেখতে পারেন।  হতাস হবেন না। 
পারসোনাল রেটিং ৯/১০

রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট(Rocketry: The Nambi Effect) সিনেমার পাবলিক রিভিউ  - 3

রিভিউ লিখেছেন- Abirul Islam Abir

" যদি  কোনো কুকুর কে মারতে হয় তো এই গুজব রটায় দেও, যে কুকুরটা পাগল আর যদি কোনো মানুষকে মারতে চাও তো এই গুজব রটাও যে সে  দেশদ্রোহী " - Nambi Narayanan
সিনেমাটি ভারতের বিখ্যাত রকেট ইন্জিনিয়ার nambi narayanan এর উপর আধারিত। আসন্ন ভারতীয় সিনেমা rocketry the nambi effect। এটা সিনেমা হলে রিলিজ পাবে ১ ই জুলাই। মুভিটা প্যান ইন্ডিয়া ছড়াও। ইংরেজিতে রিলিজ করা হবে। 
#ডিরেক্টর হিসাবে আছেন মুভির প্রাধান অভিনেতা মাধাবান। এটার মাধ্যামে সে তার ডিরেক্টর জীবনের শুরু করতে যাচ্ছেন । 
#অভিনেতা হিসাবে আছেন R. Madhavan. তার অভিনয় সত্যিই অসাধারণ । তিনি এখানে nambi narayanan এর চরিত্র করবেন। এখানে আরও দেখা যাবে হিন্দি তে বলিউড বাদশা শারুক খান আর তামিলে সুরিয়ার ক্যামিও। 
#প্লট থাকছে সত্যি ঘটনা। অর্থ্যাৎ nambi narayanan
এর বায়োগ্রাফি। তার জীবনের উৎধান পথান দেখানো হবে সিনেমাটতে। 
#music দিবে Sam s.c। তার কাজও অনেক ভালো। তার Bgm এ ইংলিশের ছোয়াটা বেশ ভালো লাগে । তিনি এর আগে Vickram vedha তে Music দিছে। 
সিনেমার ট্রেলার রিলিজের সময় সিনেমাটি নিয়া বিশাল হাইপ সৃষ্টি হয়। এখন এখন তা একেবারেই ঠান্ডা হয়ে গেছে । আশা করি সিনেমাটি ভালো হবে। আশা এর গল্প টাও বেশ ভালো ।