বিক্রান্ত রোনা (Vikrant Rona) মুভি রিভিউ 

Vikrant Rona movie review in bengali


Vikrant Rona Movie Details:

Movie Name - Vikrant Rona
Writer – Anup Bhandari
Director – Anup Bhandari
Producers – Jack Manjunath And Shalini Manjunath
Production Company – Shalini Artss
Cast – Kichcha Sudeep, Nirup Bhandari, Neetha Ashok And Jacqueline Fernandez
Music Director – B Ajaneesh Loknath
Imdb Rating - 9.3/10 (till now)

Vikrant Rona সিনেমার পাবলিক রিভিউ  - 1 

রিভিউ লিখেছেন- Albhi Islam Evan

 [ 𝙉𝙤 𝙎𝙥𝙤𝙞𝙡𝙚𝙧 ]

তো গতকাল (28 July 2022) রিলিজ পেয়ে গেলো কন্নড় ইন্ডাস্ট্রির আরো একটি হাইপ তোলা মুভি বিক্রান্ত রোনা। যেটার জন্য স্পেশালি আমি নিজে একটু বেশি এক্সাইটেড ছিলাম। কারণ হলো প্রথমত এই মভির লিড হিরো হিসাবে আছেন কিচ্ছা সুদীপ এবং তার এক্টিং আমার অনেক ভালো লাগে হোক সেটা ভিলেন হিসাবে বা হোক সেটা হিরো হিসাবে। তাছাড়া এই মুভির বাজেট ছিলো ৯৫ কোটি টাকা যেটা অলমোস্ট কেজিএফ চ্যাপ্টার ২ এর সমান। তাছাড়া মুভিটি সকল জায়গায় 3D তেও রিলিজ দেয়া হইছে। সর্বশেষ এইটার টিজার আর ট্রেইলার দেইখা আমার কাছে ভালো কিছু বা নতুন কিছু পাবো বলেই মনে হইছিলো। তাই আমার এইটা নিয়ে আমার আগ্রহ ভালোই ছিলো....


𝙎𝙩𝙤𝙧𝙮 : কামরাঠো নামে একটি গ্রাম। গ্রামের মানুষ বলে সেখানে রাক্ষস থাকে। তো এই রাক্ষস গ্রামের ইন্সপেক্টরসহ অনেক লোককে মেরে ফেলছে। এই গ্রামে তখনই এন্ট্রি হয় মুভি মেইন লিড মানে কিচ্ছা সুদীপের যে কিনা এই গ্রামে ট্রান্সফার হয়ে আসছে নতুন ইন্সপেক্টর হিসাবে। তো এখন মুভির কাহিনিই হলো যে কিচ্ছা সুদীপ এখন এই রাক্ষস কে ধরতে পারবে কি না? আর যদি এইটা আসলেই রাক্ষস না হয়ে অন্য কিছু হয়?এইসব নিয়েই এই মুভির কাহিনি এগিয়ে যায়......

  • 𝙋𝙤𝙨𝙞𝙩𝙞𝙫𝙚 : হরর, থ্রিলার আর সাসপেন্সের সমন্বয়ে এই মুভিটা যেইভাবে প্রেজেন্ট করা সেইটা অনেক ইম্প্রেসিব লাগছে আমার কাছে। মুভির রাইটিং থেকে শুরু করে মুভির মিউজিক,কাহিনির সাসপেন্স আর সকলের অনেক সুন্দর পারফরম্যান্স আপনাকে মুভির শুরু থেকে শেষ পর্যন্ত এইটার সামনে ধরে রাখবে। মুভিতে যে হরর এলিমেন্ট গুলো রাখা হইছে ওইগুলা আমার জন্য আনক্সপেক্টটেড ছিলো। কিছু কিছু সিনে আসলেই আমার ভয় লাগছে। মুভির সবচেয়ে ইম্প্রেসিব পার্ট ছিলো এইটার ক্লাইমেক্স ভাই যা সেটিসফেকশন পাইছে ক্লাইমেক্সটা দেখার পর। কারণ এতোগুলা প্রশ্ন একসাথে জমা হইতাছিল মুভি দেখার সময় সাথে কনফিউশানও বাড়তাছিলো কিন্তু মুভির ক্লাইমেক্স পার্ট পুরো পে অফ করে দেয়। 

  • 𝙉𝙚𝙜𝙖𝙩𝙞𝙫𝙚 : মুভির মধ্যে কিছু ব্লার্ড সিন ছিলো যেইগুলো আমার ভালো লাগে নাই। মানে মুভির মধ্যে পুরো ঢুকে গেছি ইন্টারেস্ট আশা শুরু করে তার মধ্যে এই ব্লার্ড শট গুলো বিরক্তিকর লাগতাছিলো আমার কাছে। তাছাড়া মুভির প্রথম হাফ একটু স্লো মনে হতে পারে কিন্তু সেটাও কেন স্লো লাগে এবং এইটা হওয়াটা যে জরুরি ছিলো সেইটা আপনি ক্লাইমেক্স সিন বা মুভির ২য় হাফ দেখলেই বুঝে যাবেন। কিন্তু আমি এখনো বুঝতাছি না যে এইখানে জেকলিনের কাজটা ছিলো কি। আসলো নাচলো আর চইলা গেলো একটা কেমিওর মতো খালি। তার থেকে কেও বড় কোনো রোল আশা করিয়েন না তাহলে আমার মতো হতাশ হবেন। 

সব মিলিয়ে মুভি আপনার এক্সপেকটেশনের উপর দাড়াতে পারবে। সম্প্রতি মুক্তি পাওয়া মুভি গুলোর মধ্যে অনেক ভালো একটি মুভি ছিলো এটি। এইটা দেখে শেষ করার পরেও এইটা আপনার মাথায় ঘুরতে থাকবে। তাই আমার তরফ থেকে রেকোমেন্ড থাকবে,দেখে নিতে পারেন। বোর হবেন না গ্যারান্টি উল্টে অনেক বেশি এঞ্জয় করবেন।

𝘼𝙩 𝙩𝙝𝙚 𝙀𝙣𝙙 𝙏𝙝𝙞𝙨 𝙈𝙤𝙫𝙞𝙚 𝙒𝙞𝙡𝙡 𝙂𝙞𝙫𝙚 𝙔𝙤𝙪 𝙁𝙪𝙡𝙡 𝙎𝙖𝙩𝙞𝙨𝙛𝙖𝙘𝙩𝙞𝙤𝙣
Vikrant Rona full movie review in bengali

Vikrant Rona সিনেমার পাবলিক রিভিউ  - 2

রিভিউ লিখেছেন- Rifat Howlader


𝐕𝐢𝐤𝐫𝐚𝐧𝐭 𝐑𝐨𝐧𝐚 (Hindi)
Imbd:9.6
Personal:9/10

[নো স্পয়লার]

Vikrant rona যেটি একটি Drama/Thriller টাইপ এর মুভি যার climax ছিলো সবচেয়ে বেস্ট আমার দেখা বেস্ট  climax ছিলো এটা যেটা আমি দেখেছি মুভি ছিলো পুরো একটি ডার্ক টোনে মুভি তে মাঝে মাঝে কিছু হরর scene  ও দেখতে পারবেন যেটা দেখে একটু হলে ও ভয় পাবেন আর একটা কথা বলে রাখি এ মুভি  ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে তাহলে মজা পাবেন প্রথম হাফ একটু slow লাগলে ও সেটা পরের হাফ এ আপনার মনে থাকবে না মনে হবে যে মুভি জন্য টিক আছে,  মুভি ভিতরে দৃশ্য গুলো ছিলো দেখার মতো এত কম বাজেট এ এত সুন্দর সিনেমেটিক গুলো ছিলো মন ছুয়ে দেওয়ার মতো শেষ মেষ একটা কথা বলবো ধৈর্য সহকারে মুভি টা দেখেন তাহলে মজা পাবেন ।
Happy watching
Vikrant Rona - Official Hindi Trailer || K Sudeep, Jacqueline F || Anup B | Ajaneesh