Jug Jug Jeeyo Movie Review in Bengali

Jug Jug Jeeyo Movie Review in Bengali

Jug Jug Jeeyo Movie Review - 1

রিভিউ লিখেছেনShahrukh Barshan

Movie: Jugjugg Jeeyo
Imdb: 7.0
My Rating: 8/10
NO SPOILER
বর্তমানে কাপল দের ডিভোর্স দেয়া নেয়া নেহাত একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এমনকি 10-15 বছরের রিলেশনের বিয়েতেও। 
কিন্তু আমাদের বাবা মা দের প্রজন্মে কি এমন ছিল? এমনও শুনেছি যে কেউ কাউকে না দেখেই বিয়ে করেছে। তাহলে তারা কিভাবে ২০-৩০ বছর পার করে দিল??? আসলে তখন স্বামী/স্ত্রী কে বুঝার আগেই, ভালোবাসার আগেই-  সংসার, সন্তানদের লালন পালন করতে করতেই ১০-১৫ বছর চলে যায়। বুঝেই উঠতে পারে না যে লোকটির সাথে আছে সে কেমন? কিন্তু একটা সময় তারা আবার স্বামী স্ত্রীর ভূমিকা পালন করা শুরু করে। তখনই বুঝতে পারে তাদের মধ্যে বেশ দূরত্ব। কেউ কাউকে ভালো মত বুঝেই নাই এতদিন।
তার মানে কি দাঁড়ালো এ দুটি পটভূমি শুনে? বিয়ে মানেই ভালোবাসা না, বিয়ে মানে কম্প্রোমাইজ না। বিয়ে মানে একে অপরকে বোঝা, একে অপরকে সম্মান করা, দুজন দুজনের হওয়া। হোক সেটা রিলেশনের বিয়ে বা এরেঞ্জ ম্যারেজ। সম্মান ও বোঝাপড়া টা না থাকলে কোথাও সম্পর্ক টিকে না। 
অনেক দিন পর বেশ ভালো একটা হিন্দি ফ্যামিলি ড্রামা ছবি দেখলাম কমেডির আদলে। সাবলীল কমেডি ছিল যা কখনই মনে হয় নাই জোর করে হাসানো হচ্ছে। খুব সুন্দর একটা ম্যাসেজও ছিল। সবার জন্য রিকমেন্ড রইল। 
বরুণ ধাওয়ান অনেক দিন পর খুব সুন্দর একটা স্ক্রিপ্টে কাজ করেছে। সাথে কিয়েরা কেও বেশ সুইট লেগেছে। অনিল কাপুরের তুলনায়ও মনে হইসে বরুণ ভালো করছে কিছু জায়গায়। 
কমেডির আদলে গড়ে উঠায় ক্লাইম্যাক্স টা যতটা ইমোশনাল বা টাচি আশা করেছিলাম ততটা হয় নাই। তবে গল্প মটেও মন্দ না। বরঞ্চ গল্পই এ গল্পের প্রাণ।

Jug Jug Jeeyo Movie Review - 2

রিভিউ লিখেছেনMostasin Mahady

বিয়ে করা যতটা না সহজ টিকে রাখা ততটাই কঠিন!
JugJugg Jeeyo (2022)
[ নো_স্পয়লার ]
ইদানীং চারদিকে অহরহ ডিভোর্সের খবর দেখা যায়। বিয়ের পরপর ডিভোর্স তো ৩৫ বছর অতিবাহিত করার পরেও ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন এত ডিভোর্স! বলিউডের আরও একটি ফ্যামিলি ড্রামা যেখানে মূল বিষয় ডিভোর্স নিয়ে। পরিচালক ছিলেন রাজ মেহতা যিনি এর আগে গুড নিউজ নির্মাণ করেছিলেন। 
অ্যারেঞ্জ ম্যারেজ কিংবা লাভ ম্যারেজ ডিভোর্স কিন্তু প্রতিনিয়তই হচ্ছে। কিন্তু বৌবাহিক সম্পর্কের ইতি তো আর হুটহাট হচ্ছে না। সময় নিয়েই হচ্ছে। তাহলে কেন এত ডিভোর্স! বিয়ের পর শুধু ভালোবাসা কি যথেষ্ট! ভালোবাসার পাশাপাশি বৌবাহিক জীবনে রেসপেক্ট, একে অপরের প্রতি বুঝাপড়া থাকাটাও জরুরী। যাইহোক গল্পটা একসাথে বাবা এবং ছেলের ডিভোর্স নিয়ে। আর এর শেষ টা কি হবে?
গল্পটা এই মুভির প্রাণ বলা যায়। মূল চরিত্রে বরুণ ধাওয়ান বেশ ভালোই অভিনয় করেছে তবুও দুই এক জায়গায় খাপছাড়া লেগেছে। কিয়ারার অভিনয় ভালো ছিল সাথে বেশ সুন্দর লেগেছে। অনীল কাপুর এবং নীতু কাপুরকে ভালোই মানিয়েছে। দুজনের অভিনয়ও সুন্দর ছিল। মানিশ পাল কমিক সিনে ভালো ছিল। ভালো লাগেনি প্রযুক্তার অভিনয়। 
এত গান কেন রাখলো বুঝলাম না। গানের জন্য রানটাইম বেশি হয়ে গেছে। শেষের গান বাদে একটা গানও ভালো লাগেনি। তবে সিনেমাটোগ্রাফি সুন্দর ছিল। কমেডি সিন গুলো গুলো লেগেছে। জোর করে হাসানোর মতো ছিল না। যাইহোক একবার এই মুভি দেখায় যায়। তাই না দেখে থাকলে দেখে ফেলুন। 


Jug Jug Jeeyo Movie Review - 3

রিভিউ লিখেছেনMaruf Emon

NO SPOILER
JUGJUGG JEEYO (2022)
সিনেমার নামই আশীর্বাদ - 'যুগ যুগ ধরে বেঁচে থাকো'! করণ জোহরের প্রডাকশনে পরিচালক রাজ মেহতা একটা আশীর্বাদের মতই। Good Newwz এর পর আরেকটি ফ্যামিলি কমেডি ড্রামা এবং আরেকবার সফল হলো রাজ। 
এবারের গল্পটি 'কেসরি' র ডিরেক্টর অনুরাগ সিংয়ের, ঘটনা পাঞ্জাবি এক পরিবারের ডিভোর্স জটিলতা। একেবারে ছোটবেলা থেকে প্রেম করে, পরিবারের সাথে খাতির জমিয়ে নয়নাকে বিয়ে করে কুক্কু। নয়না বিয়ের পর কুক্কুকে কানাডা নিয়ে যায়। সেখানে সাফল্যের সাথে নয়না চাকরিবাকরি করলেও আন্ডারমাইন হয় কুক্কু, শুরু হয় দাম্পত্য কলহ। এবার নয়না নিউইয়র্ক অফিসে চাকরি নিয়ে চলে যেতে চাইলে দুজনের সামনে আসে ডিভোর্স নেয়ার ব্যাপারটি। তবে ছোটবোনের বিয়েতে দেশে এসে কুক্কু বাবাকে সেই সিদ্ধান্তের কথা জানানোর আগেই শোনে আরেক বিপদের কথা।
কোনকিছু না ভেবে দেখলে ফুলটাইম কমেডি সিনেমা। সিটকম আর হিউমার মিলে প্রতিটি চরিত্রে আলাদা গল্প দেয়া হয়েছে। এখানে বরুন ধাওয়ান আর কিয়ারা না, গল্প আছে অনিল কাপুর আর নিতু সিং, বরুনের ছোটবোনের ক্যারেক্টারেও। আর আগের মতই পাঞ্জাবি ফ্যামিলির বিয়ে ও কালচার রাখা হয়েছে বেশ ভালভাবে। যদিও সিনেমার মেইন কাস্ট কেউই পাঞ্জাবি বেশভূষায় ছিল না। অতিথি চরিত্রে টিস্কা চোপড়াকে ভাল লাগে নি। ইমোশনাল সিনে কিয়ারা আর নিতু ভাল করেছে বেশি। গান খুব একটা মনে রাখার মত লাগে নি।
Rating 6/10

Jug Jug Jeeyo Movie Review - 4

রিভিউ লিখেছেনJohn Smith

ব্রোকেন রিলেশনশীপ,রিচ ফ্যামিলি প্রবলেম সমান সমান করণ জোহর ফিল্ম।
এই দৃষ্টিভঙ্গি এই ফিল্ম পালটে দেবে পাক্কা। 
অনিল কাপুর,মণীশ পল,বরুণ ধাওয়ান ত্রিপল কম্বো শুধুমাত্র এই ফিল্মেই দেখতে পাবেন বাকিটা আপনার ইচ্ছা। 
JugJugg Jeeyo (2022) 
[ No Spoiler ] 
ডিভোর্স এর হার দিনদিন কিভাবে বেড়ে চলেছে তার কোন হাদ নেই আজকালকার বর্তমান সময়।ভয়াবহ এই সম্পর্কের ইতি টানার নতুন সংকল্প দেখলে মনে হবে যেন কোন ট্রেন্ড চলছে।তবে এটাই বাস্তবতা এবং নিজের জীবনকেই এবং জীবনের হাসিখুশী কেই দিনশেষে প্রধান্য দেয়া উচিত। 
কুকু এবং নেয়না স্বামী-স্ত্রী কানাডায় বসবাস করে।সম্পর্কের মধ্য বিন্দু পরিমাণ মিল নেই।একের অপরের জন্য শ্রদ্ধা তো আছে ঠিকই তবে ভালবাসা নেই।অবশেষে তো দুজনে একে অপরের কাছে ডিভোর্স চেয়েই বসলো। 
কুকু এর বোন গিন্নির বিয়ের জন্য তারা দুজনে দেশে আসে এবং সুখী দম্পতির অভিনয় করে।এক পর্যায়ে কুকু তার ডিভোর্স এর কথা বাবাকে জানালে বাবা উলটো কুকু এর মাকে ডিভোর্স দেবার কথা জানান,একবার চিন্তা করেন তো কিয়েক্টা অবস্থা।
এই ফিল্মে একটা জিনিষই শুধু সবথেকে বেশি উপভোগ করা মতো হলো কমেডি।ঝাউড়া মণীশ পল সাথে অসহায় কুকু আর সাথে নতুন যৌবনের শরীরে হাওয়া লাগানোর কান্ডকারখানা করে বেড়ানো অনীল কাপুর। 
সবথেকে ক্রিঞ্জি জিনিস সহ্য করতে হয়েছে প্রজক্তা কে।
কিয়ারা আর নীতু কাপুরকে একসাথে পুরো মা মেয়ে মনে হয়েছে,আর আমার কিয়ারার আলাদা ইনোসেন্সের কথা বললে শেষ হবেনা।
Personal Rating: 9/10

Jug Jug Jeeyo Movie Review - 5

রিভিউ লিখেছেনJonayedBoss Mahmood Anik

Movie name:Jug Jug Jeeyo(2022)
Star cast:Varun Dhawan,Anil Kapoor,Kiara Advani,Neetu Kapoor etc
Running time :2 hours 
Genre:Comedy,drama
Imdb:Variable
Personal:8/10
হাল্কা স্পয়লার
মুভিটা বেশ ভাল লেগেছে আমার কাছে।মুভিতে দুইটা জিনিস দেখানো হয়েছে একটা হচ্ছে প্রেমের বিয়ে আরেকটা হচ্ছে পরিবার এর পক্ষ থেকে ঠিক করা বিয়ে।প্রেমের বিয়ে হলো ভারুন দাওয়ান আর কিয়ারা এর।পরিবার এর টা অনিল কাপুর এবং নিতু কাপুর। দুজনেই চায় তালাক দিতে। মুভিতে মজার সিন এ আছে মানিশ মালহোত্রা। অনিল কাপুর এর কমিক সিন গুলো বেশ দারুণ লেগেছে আমার কাছে। মুভিতে ইমোশন যদিও একটু বেশি মনে হয়েছে তাও আমি বলবো সবাই একবারের জন্য হলেও মুভিটি দেখতে পারেন।নিতু কাপুর এর অভিনয় বেশ চোখে লেগে থাকার মতন।মুভিটা সিনেমা হলে দেখা হয়েছে।এখন হল প্রিন্ট মুক্তি পেয়েছে আপাতত এম্নিতে মুভি এর রাইটস কিনে নিয়েছে এমাজন প্রাইম ১ মাস পর সবাই এইচডিতে পাবেন।ধন্যবাদ সবাইকে।
Happy watching