My Name is Khan 2010 Movie Review

My Name is Khan 2010 Movie Review


My Name is Khan 2010 Movie Review  - 1

রিভিউ লিখেছেনAbir Parvez

 #No_spoiler

movie name: My name is Khan (2010)

Movie duration time: 2hr 45min

Imdb rating: 8/10

Personal rating: 9.8/10

92% Google user like this movie

Directed by karan johar

My name is Khan and I'm not a terrorist.

আমার দেখা শাহরুখ খান এর ওয়ান অফ দা বেষ্ট মুভি এটা।

যদিও মুভিটা অনেক আগের দেখা তবুও আজকে আবার দেখলাম।

এবং শাহরুখ যে আসলে কেমন অভিনয় করে এই মুভি না দেখলে সেটা অনেকেই মিস করবে।

শাহরুখ একজন অটিস্টিক এর ভূমিকায় অভিনয় করেছেন এই মুভিতে।

যখন প্রথমবার মুভিটা দেখি সত্যি বলতে তেমন কোন ইমোশন কাজ করেনি।

না করার পিছনে ২টা কারন আছে। 

কারন নাম্বার ১ঃ তখন ভালো হিন্দি বুঝতাম না আর ইংরেজিও খুব একটা বুঝতাম না অনেস্টলি।

আর কারন নাম্বার২ঃ  তখন বয়সও কম ছিলো। 

কিন্তু আজকে যখন মুভিটা আবার দেখলাম চোখের পানি ধরে রাখতে পারিনি আমি।

মুভিটা মূলত ৯/১১ এর আমেরিকায় টুইনটাওয়ার হামলার পরে মুসলমানদের সাথে যা ঘটেছিলো এবং একজন মানুষ তার ভালোবাসার মানুষকে কথা দেয়ার পরে সে কথা রক্ষা করার জন্য কতটুকু করতে পারে সেটাই দেখানো হয়েছে মূলত এই মুভিতে। 

আর মুসলমান মানেই টেরোরিস্ট না এই ম্যাসেজটাই দেয়ার উদ্দেশ্য ছিলো।

ইদানীং আমি একটা কাজ করি সেটা হচ্ছে অনেক আগে যে মুভি গুলা দেখছি,, খুব একটা হিন্দি বুঝতাম না তখন যার কারনে খুব একটা বুঝতে পারিনি মুভির আসল ম্যাসেজটা কি।

এখন সে মুভি গুলো বেছে বেছে ইদানীং আবার দেখতেছি। 

বিশ্বাস করেন আসলেই অল্ড ইজ গোল্ড আগের মুভি গুলো দেখলে কেমন নষ্টালজিক হয়ে যাই আমি।

আর বেশিকিছু বলবো না যারা এখনো দেখেন নাই তারা দেখে নিতে পারেন। 

আর যারা দেখেছেন আপনারও আপনাদের মতামত জানাতে পারেন।

#HappyWatching এই মুভিগুলি আপনার অবশ্যই দেখা উচিত

My Name is Khan 2010 Movie Review  - 2

রিভিউ লিখেছেনArafat Rafi

My Name is Khan (2010)
No Spoiler
শাহরুখের ক্যারিয়ারের সেরা চরিত্রের কথা বলতে গেলে সর্বপ্রথমই আমার মাথায় আসে My Name Is Khan এর কথা। যদিও এই মানুষটাকে যে চরিত্রেই দেয়া হোক না কেনো সে তার সেরাটা দিয়েই অভিনয় করে, এইটা অভিনয় বোঝা যেকোনো হেটার্সও মানবে।
চরিত্রটায় শাহরুখ ছিলো একজন এস্পারগার সিন্ড্রোমে আক্রান্ত রোগী। 
এই চরিত্রের সাথে সে এতটাই মিশে যায় মুভিতে এক মুহুর্তের জন্যও মনে হয়নি সে কোনো মুভি করছে। এক হিসেবে বলতে গেলে শাহরুখের সর্বশেষ মাষ্টারপিস এইটা। 
এই চরিত্রের জন্য শাহরুখ এই রোগের সঙ্গে সম্পৃক্ত রোগীদের সাথে সময় কাটিয়েছে। এই রোগ ও রোগী নিয়ে বিভিন্ন সময়ে রিসার্চ করেছে,বই পড়েছে। মোট কথা কোনো কিছুতেই কমতি রাখেনা।
ফলশ্রুতিতে ছবিটির শুটিং চলাকালীন, তিনি ঘাড়ে এবং মাথায় মধ্যে প্রচণ্ড ব্যথা পেয়েছিলেন যা রিজওয়ান খানের মত প্রকাশ এবং ভঙ্গির কারণে হয়েছিল নিঃসন্দেহে। 
এছাড়াও এইরকমভাবে টানা শ্যুটিং করার কারণে মাইগ্রেনের ব্যাথা সহ আরও বেশ কিছু সমস্যার উপসর্গ দেখা দেয়।
মানে এই চরিত্রের জন্য সর্বোচ্চ যতটুকু করা যায় শাহরুখ ততটুকুই দিয়েছিলেন।
এই মানুষটা বরাবরই এমন করে।তবুও কিছু মানুষ আছে অকারণে তার মুভি,মুভি ক্যারেক্টার নিয়ে বাজে কথা বলে। বিভিন্ন গ্রুপের কমেন্ট সেকশনে গেলেই তা দেখা যায়।
যে মুভিগুলো সে খারাপ করেছে সেগুলো নিয়ে গঠনমূলক সমালোচনা করুন তা না করে ট্রল ছাড়া ওদের কোনো কাজই নেই মনে হয়।
টাইটানিক ছবির পরিচালক জেমস ক্যামেরন এই ছবির দারুণ প্রশংসা করেছেন এবং তার ফেভারিট বলিউড মুভি বলে একটি স্টেটমেন্টও দিয়েছেন।
My Name Is Khan & I'm not a terrorist. এই ডায়লগটা তখন ওভারসীসেও দারুণ ইম্প্যাক্ট ফেলেছিলো।
এই ছবিটা, চরিত্রটা শুধু পর্দায়ই নয় বাস্তবেও ইমোশন হিসেবে কাজ করে।
শাহরুখ মানুষটাই একটা আস্ত ইমোশন,ভালোবাসা

My Name is Khan 2010 Movie Review  - 3

রিভিউ লিখেছেনMd Naim Uddin Nipu

My name is Khan, and I'm not a terrorist
MY NAME IS KHAN (2010)
DRAMA/ROMANCE
IMDb Rating: 8/10 (97,265)
(নো স্পয়লার )
My name is Khan, and I'm not a terrorist এই ডায়ালগটার গভীরতা এবং গুরুত্ব যে কতটুকু তা সবারই জানা। বলিউডে এমন কাজ সত্যিই প্রশংসাযোগ্য। ধর্মীয় সম্প্রীতি পুরো বিশ্বজুড়ে বজায় থাকুক এই কামনা করি।
গতকাল রাতেই আবার দেখলাম মুভিটা। আমাকে যদি শাহরুখ খান অভিনীত দুইটা বেস্ট মুভির নাম বলতে বলে তাহলে একটি হবে " মাই নেম ইজ খান"। অসাধারণ স্ক্রিপ্টে অনবদ্য একটি সৃষ্টি ।
ভাবতেই অবাক লাগে এমন অসাধারণ মুভির ডিরেক্টর করণ জোহর। তবে যাইহোক ‍উনাকে ধন্যবাদ আমাদেরকে এতো চমৎকার একটা মুভি উপহার দেওয়ার জন্য। আপনি হয়ত শাহরুখ খানের ফ্যান নাও হতে পারেন কিন্তু আপনি এই মুভিতে উনার সেরা অভিনয় নিয়ে দ্বিমত পোষণ করতে পারবেন না বলে আমি মনে করি।
কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এতো ভালো অভিনয়ের পরেও শাহরুখ খান কে ন্যাশনাল এওয়ার্ড দেওয়া হয়নি!!আফসোসটা থাকবে । তবে তার চেয়ে বড় আফসোসের ব্যাপারটা হলো এখন আর শাহরুখ খানের এতো ভালো মুভি দেখা হচ্ছে না। আশা করছি উনি আবার দর্শককে ভালো মুভি উপহার দেওয়ার মাধ্যমে ক্যামব্যাক করবেন।
আমাদের সাকিব খানেরও এই নামে একটা মুভি আছে তাই ভুলবশত এটা দেখে আবার আমাকে গালিগালাজ শুরু করবেন না কিন্তু
শেষে এককথাটা না বল্লে নই- পৃথিবীর কোনো ধর্মই জঙ্গীবাদ সাপোর্ট করেনা। আর ইসলাম, সে তো পরম শান্তির ধর্ম। মুসলমান জঙ্গী নয়, হতে পারেনা। জঙ্গীর ধর্মই জঙ্গী, এদের আর কোনো পরিচয় হতে পারেনা!!!

My Name is Khan 2010 Movie Review  - 4

রিভিউ লিখেছেনTarek Hussain

My Name Is Khan
কিছু মুভিকে শুধু মাস্টারপিস মুভি বলেই শেষ নয়! তারচেয়েও বড় কিছু ডিজার্ভ করে সেই সব মুভি। সেই সব মুভি গুলোর মধ্যে "মাই নেইম ইজ খান" একটি অন্যতম মুভি।
কাস্ট: শাহরুখ খান এবং কাজল দেবগন।
কাহিনী সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। অনেকেই হয়তো মুভিটি দেখে ফেলেছেন। যারা দেখেন নি তাদেরকে বলতে চাই, বিশ্বাস করেন ভাই আপনি শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট একটি মুভি মিস করে বসে আছেন! এই অসাধারন মুভিটিতে শাহরুখ খান একজন প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন, মুভিতে নাম ছিল তার রিজওয়ান  খান। আর কাজল অভিনয় করেন মন্দিরা নামে। তিনি ডিবোর্সি ছিলেন এবং তার একটি ছেলেও আছে। রিজওয়ান তার মায়ের কাছেই থাকতেন, কিন্তু মা মারা যাওয়ার পর তিনি আমেরিকাতে তার ভাইয়ের কাছে চলে যান। ওখানেই মন্দিরার সাথে ও তার ছেলের সাথে পরিচয় হয় এবং তাকে বিয়ের প্রস্তাব দেন রিজওয়ান। মন্দিরা হিন্দু ধর্মালম্বী হলেও বিয়েতে ধর্ম বাঁধা হয়ে দাঁড়ায়নি। কিন্তু ধর্ম বাঁধা হয়ে দাঁড়ায় তখন, যখন ধর্মের নাম করে কিছু লোক নিরিহ মানুষকে মেরে ফেলে। আর সেই ঘৃনিত কাজটির দায় দেয়া হয় পরম শান্তির ধর্মের অনুসারী মুসলিম ধর্মালম্বীদেরকে। এর জের ধরেই কিছু ছেলে নির্মম ভাবে হত্যা করে ফেলে মন্দিরার একমাত্র ছেলেটিকে। তার অপরাধ ছিলো তার বাবা কেন একজন মুসলমান। আপনি যতো কঠিন মানুষ হোন না কেন, এই দৃশ্য দেখে আপনার চোখের কোণ বেয়ে অন্তত দুফোটা জলও গড়িয়ে পরবে ভাই!
তারপর আর বলতে চাই না, আপনি নিজেই দেখবেন কিভাবে শুরু হয় একজন প্রতিবন্ধী রিজওয়ান এর হৃদয় বিদারক এক জার্নি। রিজওয়ান এর মাঝে নিজেকে অনুভব করতে পারলে আপনি অনুধাবন পারবেন বোবা কান্নায় জর্জরিত প্রতিবন্ধী রিজওয়ান এর করুন আর্তনাদ এবং একটি কথা যা সে পুরো পৃথিবীকে জানাতে চায়! My Name Is Khan. I am not a terrorist
কিছু কথা না বললেই নয়: শুনেছি "অস্কার এ্যাওয়ার্ড" নাকি একটি সিনেমার জন্য সর্বোচ্চ সম্মান! কিন্তু আফসোস এই অসাধারন মুভিটি সেই সম্মান এর যোগ্য দাবিদার থাকা সত্যেও পায়নি। হয়তো মুসলমানদের কাহিনী বলেই পায়নি! হয়তো ইহুদিদের কাহিনী হলেই পেয়ে যেতো। থাক, আমি ক্ষুদ্র মানুষ এসব নিয়ে আর না বলি। আর হ্যাঁ আপনাদের জানিয়ে রাখি অস্কার না পেলেও সে বছর শাহরুখ এবং কাজল দুজনেই ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড জয় করে নেন এই অসামান্য মুভিতে অসাধারন অভিনয়ের জন্য
শেষ কথা: পৃথিবীর কোনো ধর্মই জঙ্গীবাদ সাপোর্ট করেনা। আর ইসলাম, সে তো পরম শান্তির ধর্ম। মুসলমান জঙ্গী নয়, হতে পারেনা। জঙ্গীর ধর্মই জঙ্গী, এদের আর কোনো পরিচয় হতে পারেনা!!!

My Name is Khan 2010 Movie Review  - 5

রিভিউ লিখেছেনNiaj Morshed Khan

#" My name is khan, and I am not a terrorist " সত্যি বলতে এই একটা লাইনই পুরো মুভির কাহিনী বর্ননা করে। একজন মুসলিম হলেই যে সে জঙ্গিবাদের সাথে জরিত এই ভুলটা অসাধারণভাবে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। 
# My name is khan (2010)
# Spoiler free
# অনেকেই ভাবতে পারেন এই মুভিটিও অন্যসব বলিউড মুভির মতো ওই মাসালা রোমান্স আর একশনে ভরপুর হবে। কিন্তু সত্যি বলতে মুভির প্রথম থেকে শেষ অবধি শুধু আপনি দেখতে থাকবেন। আর শাহরুখ খানের অভিনয় সম্পর্কে বেশি কিছু না জানলে এই মুভিটা দেখেই বুঝবেন উনি কোন লেভেলের অভিনেতা।আর এত সুন্দর কনসেপ্টের একটা মুভির ডিরেক্টর কারান জোহর এতে কিছুটা অবাকই হয়েছি। মুভিতে অসাধারণ একটা ম্যাসেজ ছিল। কোন ধর্মই যে জঙ্গিবাদ সমর্থন করে না আর মুসলিম হলেই একজন জঙ্গি হয়ে যায় না। আর বহির্বিশ্বে মুসলিমরা কিভাবে নির্যাতিত হয়ে আসছে সেটাও স্পষ্ট করে তুলে ধরা হয়েছে এই মুভিতে। সর্বোপরী মুভিটা দেখে একজন মুসলিম হয়ে গর্বিত বোধ করছি। 
মুভিটিতে আমার মনে হয় শাহরুখ খান তার ক্যারিয়ারের সেরাটা দিয়েছেন। এক মূহুর্তের জন্যেও মনে হয়নি যে এটা কোন মুভি দেখছি। মনে হচ্ছে যেন বাস্তবতাকে বাস্তবভাবেই দেখছি। মুভিটিতে কাজলও তার সেরাটাই দিয়েছে। সব মিলিয়ে ভালোলাগার অসাধারণ এক প্যাকেজ ছিল মুভিটা 
যারা এখনও দেখেননি তারা নির্দ্বিধায় দেখে নিতে পারেন সময়টা অসাধারণ কাটাবেন। মুভিটি ইউটিউবে পেয়ে যাবেন 
Genre : Romance / Drama 
Imdb rat : 8/10
Per rat : ❣️/10