পোড়ামন ২ সিনেমার পাবলিক রিভিউ - 1
রিভিউ লিখেছেন- Md Yousouf
Name–Poramon 2 (2018)
Director –Raihan Rafi
Writer__Raihan Rafi
Language– Bengali
IMDB_6.8/10
Personal Rating__10/10
Release Date–16 Jun 2018
Genres–Drama, Romance
Time limit__2:26:00
Country Of Origin __Bangladesh
Cast___Siam Ahmed, Puja Cherry Roy
Bapparaj, Fazlur Rahman, Nader Chowdhury
আমাদের গ্রাম বাংলার সরল সুন্দর একটি নির্মল প্রেমের গল্প “পোড়ামন ২ নান্দনিক কোন প্রকাশ ভঙ্গি নেই এ ছবিতে, আছে বেদনা বিধুর দুটি প্রাণের সঞ্চার! পরিচালক ছবিটিতে এমন ঘটনা দেখিয়েছেন তা
সত্যি শরীর ও মনে পোড়া গন্ধ হয়.!!
সিনেমার শুরুতেই বিচ্ছেদের সুর জেসমিনের বাবা কফিলের (ফজলুর রহমান বাবু) হাহাকার দিয়ে
শুরু হয় সিনেমাটি! প্রেমে ব্যর্থ হওয়া জেসমিনের লাল সারি পড়া গাছে ঝুলন্ত লাশ, সিনেমার শুরুতেই একটা কষ্টের ইঙ্গিতদেয়!
এরপর দশ বছর কেটে যায় দেখতে পাই সিনেমা পাগল এক তরুণ, যিনি প্রয়াত সালমান শাহের অন্ধ ভক্ত সুজন শাহ (সিয়াম আহমেদ) তালুকদার বাড়ির মেয়ে পরী (পূজা চেরি) সুজন কে ভালোবাসে কিন্তু কোন পাত্তাই পায় না সুজনের কাছে গ্রামের সবুজ মাঠ- ঘাট, ধান খেত, পুকুর, মক্তবে একসাথে পড়া, খেলাধুলার মধ্যেই বেড়ে ওঠে তাদের দুরন্ত দুটি মন, এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প। সুজন এক সময় পরীর ডাকে সাড়া দেয় কিন্ত বাধ সাধেন তালুকদার সাহেব (নাদের চৌধুরি) ও তাঁর ছেলে মকসেদ (সাইদ বাবু) এক কামলার (বাপ্পারাজ) ভাই সুজন প্রেমের পরিণতি জেনেই তারা দুজন পালিয়ে যাবার সময় ধরা পড়ে! যদি আমাকে প্রশ্ন করা হয় অভিনেতা কাকে বলে? উত্তরে আমি বলব ফজলুর রহমান বাবু! তিনি বাংলা সিনেমার গর্ব, আরো প্ৰশংসনীয় ছিল সিয়ামের অভিনয়, সিয়াম পরীর কেমিস্ট্রি আমার কাছে খুব ভালো লেগেছে. আর এ মুভির গানগুলো ছিল অসাধারন!
পোড়ামন ২ মুভিটি কষ্টে নীল হবার গল্প শুনায় এক স্বপ্নতুর দুটি মানুষের গল্প" একটি প্রেম কাহিনী নির্ভর ছবি “পোড়ামন ২” এই মুভিটি কার কাছে কেমন লেগেছে আমি সঠিক বলতে পারব না, কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগার স্থান করে নিয়েছে গ্রাম বাংলার সুন্দর প্রকৃতিকে ঘিরে এমন আরো মুভি নির্মাণ করলে, মানুষ সেগুলো দেখে অনেক অনুপ্রাণিত হবে বলে মনে করি।জয় হোক বাংলা সিনেমার ।
সিন্ডিকেট (Syndicate) ওয়েব সিরিজ পাবলিক রিভিউ
পোড়ামন ২ সিনেমার পাবলিক রিভিউ - 2
রিভিউ লিখেছেন- Mayesha Siddiqua Dolan
(সম্পুর্ণ স্পয়লারমুক্ত সমালোচনা)
Poramon 2
IMDb-6.1/10
অনেক আশা নিয়ে সিয়ামের মুভি দেখতে গিয়েছিলাম গো !!! ছোট পর্দার হার্টথ্রোব বড় পর্দায় বাজিমাত করবে সেই মুভি কি মিস দেয়া যায়?
না না !! এসব মিস করা যায়না...
মুভি শুরু হল... প্রথম ১০মিনিট একদম যাচ্ছে তাই অবস্থা, ফজলুর রহমান বাবুর অসাধারণ অভিনয়ে পুরো হল একদম চুপচাপ, কেউ কোন শব্দ ও করছেনা...সবার দীর্ঘশ্বাস শোনা যাচ্ছে... আমি মনে মনে বলছিলাম প্রথম ১০মিনিটে যে অবস্থা, না জানি বাকি মুভিতে আরো কত কান্দা লাগবে !!!
ইন্টারভালের আগ পর্যন্ত খুব সুন্দর...খুব আয়েশ করে দেখছি...গান নাচ সবকিছুই একদম ফাটাফাটি কিন্তু কিছু জায়গায় মনে হচ্ছিল সিয়াম পারছিলো না... কেমন যেন অভার অ্যাক্টিং, কাঁচা অ্যাক্টিং... সেকেন্ড হাফে সবাই নড়ে চড়ে বসছি এবার কাহিনী শুরু হলো বলে... কিন্তু কেমন যেন খাপছাড়া... বারবার মনে হচ্ছিল এইটা মুভি না হয়ে নাটক হলে বেশি মানাতো... কারণ নাটক দেখার সময় সিয়ামের এত ভুলভাল চোখে পড়েনি, হয়তো বড় পর্দার জন্যে এমন লাগছিল... ইমোশনাল দৃশ্যে পুজা যেভাবে মাতিয়ে রেখেছিল,সিয়ামের একটু কমতি ছিল সেখানে...
কাহিনী নিয়ে বলার কিছু নাই আমরা সবাই জানি (যারা দেখেছি) কাহিনী সুন্দর... কিন্তু সমালোচনা করতে গেলে(আমার মতে) মুভির শেষে এমন না হলেও হতো... যে ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছে সালমান শাহ হবে,সে চাইলেই ঢাকা গিয়ে নিজেকে একটা ব্রেক দেয়ার চেষ্টা করতে পারতো... সিনেমা তো সিনেমাই...সিনেমায় এগুলাই মানায়...
সবশেষে বলি পুজাকে নিয়ে... পুজা মেয়েটা খুব সুন্দর অভিনয় করেছে...ওকে দেখে একবারের জন্যেও মনে হয়নি অভিনয় করছে এত বেশি সাবলীল ছিল... বারবার মনে হয়েছে ছোটবেলায় তো এমনই ছিলাম...রেগে গেলেই এভাবে জিনিস ভাঙ্গার চেষ্টা করতা... মিস হয়ে গেলে আবার তুলে নিয়ে ভাঙতাম .
সিয়াম ছাড়া বাকি সবাই তাদের সেরাটুকু দিয়েই মুভিটাকে এত সুন্দর করেছে...
দয়া করে কেউ লিংক চাইবেন না...হলে গিয়ে ছবি দেখুন... টাকা উসুল হবে বলতেই হবে...
পোড়ামন ২ সিনেমার পাবলিক রিভিউ - 3
রিভিউ লিখেছেন- Jahid Hossain Jelani
ফ্লিম নিয়ে হুদাই কিছু পেচালঃ
এই বছর এর বাংলাদেশে এর সেরা রোমান্টিক ফ্লিম হল #Poramon2 আমি এই ফ্লিমটি আজ দেখলাম ফ্লিমটি এক কথায় ছিল অনবদ্য। তবে সম্পুর্ণ সিনেমা টা জুড়ে মনে হইছিল ডিরেক্টর রাইহান রাফি 2007 সালের ফ্লিম #Paruthiveeran কে তার মত করে দেখিয়েছেন। তবে তিনি সফল তিনি ধর্মীয় বেপারের
twist টা দিয়ে ফ্লিমের গুনাগুন অনেক আংশেয় বাড়িয়ে দিয়েছে।এই টাইপ এর সৃজনশীলতা এবং সিনেমাটোগ্রাফি এই ফ্লিম টিকে করে তুলেছে অতুলনীয়।আমরা যদি কপি এই করি তবে এই ভাবে করি না কেন এই টাই আমার প্রশ্ন।
তবে আরও কিছু সিন কপি মনে হইছে রাতের অন্ধকারএ নায়িকার ভাই কে বোকা বানিয়ে মারার দৃশ্য টা #জ্বীনের_বাদশাহ থেকে নেওয়া হয়েছে মনে হই তবে ধন্যবাদ রাইহান রাফিকে আমার প্রিয় সিনেমার কথাটি মনে করে দেওয়ার জন্য।
পরিশেষে ধন্যবাদ আমদের কে এমন একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার জন্য।
আমারা সবাই চায় বাংলা সিনেমা এইভাবেই এগিয়ে যাক ফিরে পাক তার পুরনো সুনাম।
পোড়ামন ২ সিনেমার পাবলিক রিভিউ - 4
রিভিউ লিখেছেন- Firoz Rayhan
“ভালবাসা কি পাপ?
যদি ভালোবাসা অন্যায় হয়ে থাকে, তবে কেন তুমি মানুষের বুকে এত ভালোবাসা দিলা?”
পোড়ামন - ২! ❤
পুরনো মোড়কে ভিন্ন উপস্থাপনা যা প্রশংসনীয়!
সুন্দর লোকেশন, অসাধারণ সিনেম্যাটোগ্রাফি সাথে ক্যামেরার কাজ ছিলো অসাধারণ ধন্যবাদ রায়হান রাফি!
সিয়াম-পুজা, বাপ্পারাজ,বাবুর অনবদ্য অভিনয়!
#Poramon2
0 Comments